ভারতীয় উদ্যোক্তা অরবিন্দ শ্রীনিবাসের এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি এআই আবারও খবরের শিরোনামে উঠে এসেছে। গত জানুয়ারি’তে টিকটক কেনার প্রস্তাব পাঠিয়ে সফল না হলেও পারপ্লেক্সিটি এবার গুগলের জনপ্রিয় ক্রোম ব্রাউজার কেনার প্রস্তাব পাঠিয়েছে। ক্রোম ব্রাউজার কিনতে তাঁরা ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে রাজি আছে। বাংলাদেশি মুদ্রায় অর্থের অংকটা ৪ লাখ কোটি টাকারও বেশি।
গতকাল মঙ্গলবার পারপ্লেক্সিটি জানিয়েছে যে, ক্রোম ব্রাউজারটি কেনার জন্য তাঁরা আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের কাছে। প্রস্তাবের ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের পুরোটাই তাঁরা নগদ প্রদানেও সম্মত আছে। তবে ক্রয়ের প্রস্তাবনায় কোনো মালিকানা শেয়ার প্রদানের উল্লেখ নেই।
অবশ্য অ্যালফাবেট তাঁদের প্রস্তাবে রাজি হলেও এই বিশাল পরিমাণ অর্থ পারপ্লেক্সিটি কীভাবে সংগ্রহ করবে সে সম্পর্কে কিছুই জানায়নি এআই স্টার্টআপটি। বিশেষ করে নিজেদের বাজারমূল্য যখন ১৪ বিলিয়ন ডলার তখন এর প্রায় তিন গুণ অর্থ সংগ্রহ করে ক্রোম ব্রাউজার কেনার বিষয়টি যে তাঁদের জন্য চ্যালেঞ্জিং হবে তা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত পারপ্লেক্সিটি ১ বিলিয়ন ডলার বিনিয়োগ উত্তোলন করতে সমর্থ হয়েছে, যেখানে বিনিয়োগ রয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া ও জাপানের সফটব্যাংকের।
জনপ্রিয়তা বিবেচনায় ক্রোমের জন্য পারপ্লেক্সিটি’র প্রস্তাবিত অর্থের অংকটা বেশ কম মনে হলেও মাত্র তিন-বছর-বয়সী একটি প্রতিষ্ঠানের পক্ষে এটি যে সাহসী এক উদ্যোগ তাতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, ক্রোমের প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন ডাকডাকগো’র প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল উইনবার্গ মনে করেন, গুগল চাইলে অন্তত ৫০ বিলিয়ন ডলারে বিক্রি করতে পারে তাঁদের ক্রোম ওয়েব ব্রাউজারটি।
উল্লেখ্য, ভারতীয় কম্পিউটার বিজ্ঞানী ও উদ্যোক্তা অরবিন্দ শ্রীনিবাস আরও ৩ জন ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠা করেন পারপ্লেক্সিটি এআই। স্টার্টআপটি মূলত এআই প্রযুক্তি-নির্ভর ওয়েব সার্চ ইঞ্জিন সেবা প্রদান করে থাকে।
বিশ্বজুড়ে ক্রোম ওয়েব ব্রাউজারটি’র ব্যবহারকারী সংখ্যা তিন’শ কোটিরও বেশি। তাই ব্রাউজারটি কিনতে পারলে পারপ্লেক্সিটি সহজেই এই বিশাল সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে যেতে পারবে। এর মাধ্যমে এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে যাবে অরবিন্দ শ্রীনিবাসের স্টার্টআপ।
কিন্তু গুগল কি সত্যিই তাঁদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করতে যাচ্ছে? এ প্রসঙ্গে গুগলের তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছর আমেরিকার এক আদালত জানায়, অনলাইন সার্চের বাজারে গুগল বেআইনিভাবে একাধিপত্য ধরে রেখেছে। প্রতিকার হিসেবে দেশটির আইন বিভাগ ক্রোম ব্রাউজারের মালিকানা গুগলের হাত থেকে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে।
উল্লেখ্য, চলতি মাসেই আমেরিকার ফেডারেল আদালতের একজন বিচারক গুগল সার্চের অ্যান্টিট্রাস্ট (অবিশ্বাস) মামলায় গুগলের করণীয় নির্ধারণ করবে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, গুগল এই রায়ের বিপক্ষে আপিল কোর্টে আবেদন করবে এবং প্রয়োজনে দীর্ঘ আইনি লড়াই লড়বে। কেননা এআই খাতে গুগলের সার্বিক লক্ষ্য পূরণে ক্রোম ব্রাউজারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে গুগলের এআই ‘ওভারভিউ’ (এআই সক্ষমতার সার্চ সামারি তৈরির ফিচার) ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
চ্যাটজিপিটি’র মতো এআই টুলের উপস্থিতিতে সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য বজায় রাখতে হলে গুগলের সামনে ক্রোম ব্রাউজারের কোনো বিকল্প নেই। উল্লেখ্য, বিভিন্ন এআই টুল ও অ্যাসিসট্যান্টের ব্যবহার যত বাড়ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ওয়েব ব্রাউজার। কেননা সার্চ ট্রাফিক ও ব্যবহারকারীদের ডেটা পাওয়ার ক্ষেত্রে ওয়েব ব্রাউজার হয়ে উঠেছে কার্যকর এক প্রবেশদ্বার।
পারপ্লেক্সিটি ইতোমধ্যেই তাঁদের নিজস্ব এআই ব্রাউজার ‘কমেট’ চালু করেছে। ব্যবহারকারীদের হয়ে অনেক কাজই সয়ংক্রিয়ভাবে করতে সক্ষম এই ব্রাউজারটি। এবার তাতে গুগল ক্রোমের শক্তি যুক্ত হলে ‘কমেট’ আক্ষরিক অর্থেই উল্কার গতিতে ছুটবে বলেই ধারণা করা যায়!
তথ্যসূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।