পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে কামাল মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে দুইটি পাখি মাছ (সেইল ফিশ)। মাছ দুটির ওজন প্রায় ১৬০ কেজি বা ৪ মণ। রবিবার (৪ জানুয়ারি) সকালে মহিপুর মৎস্য মার্কেটে বিক্রির জন্য আনা হলে মাছ দুটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজ জানান, দুইদিন আগে গভীর বঙ্গোপসাগরে মাছ দুটি পান কামাল মাঝি। বিশাল আকৃতির পৃষ্ঠীয় পাখার কারণে এ মাছটি স্থানীয়ভাবে ‘পাখি মাছ’ বা ‘গোলপাতা’ নামে পরিচিত। উপকূলে পাখি মাছের তেমন চাহিদা না থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যায় না।
তিনি জানান, খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ দুটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজি ১৫৬ টাকা দরে দুটি মাছ কিনে নেন টিপু ফিস। মাছ দুটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।
জেলে কামাল মাঝি বলেন, “সাগরে জাল টানার সময় দেখি অন্য মাছের সঙ্গে দুইটি পাখি মাছ উঠে এসেছে। চাহিদা কম থাকায় তুলনামূলক কম দাম পেয়েছি মাছ দুটির।”
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এ অঞ্চলের জেলেরা একে পাখি মাছ নামে চেনেন। মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


