স্পোর্টস ডেস্ক : দলে আছেন নিয়মিত খেলোয়াড়দের বেশিরভাগই। বড় কোনো চমক ছাড়াই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের জন্য দল সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড লুকাস বেলত্রান, আলান ভেলাস্কো, মিডফিল্ডার ব্রুনো সাপেয়ি ও ডিফেন্ডার লুকাস এক্সিভেল।
আগামী মাসে একুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের দুটি ম্যাচের জন্য বৃহস্পতিবার ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। প্রত্যাশিতভাবেই দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি।
চোটের কারণে কাতার বিশ্বকাপের পর গত জুনে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। পুরোপুরি সেরে না ওঠায় দলের বাইরেই আছেন এই ফরোয়ার্ড। চোটের জন্য নেই ডিফেন্ডার মার্কোস আকুনিয়াও। ওই দুটি প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। এছাড়াও স্কোয়াডে রাখা হয়নি ফরোয়ার্ড হোয়াকিন কোররেয়াকে।
দলে ফিরেছেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও ফরোয়ার্ড আনহেল কোররেয়া।
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলে ভালো পারফরম্যান্স দেখিয়ে সিনিয়র দলে ডাক পেলেন বেলত্রান, ভেলাস্কো, সাপেয়ি ও এক্সিভেলরা। সম্প্রতি ফিওরেন্তিনার মূল দলে চুক্তিবদ্ধ হয়েছেন বেলত্রান।
আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো পারানায়েন্সের অনূর্ধ্ব-২৩ দলে খেলেন সাপেয়ি ও এক্সিভেল। আর যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি ডালাসের অনূর্ধ্ব-২৩ দলের প্রতিনিধিত্ব করছেন ভেলাস্কো।
আগামী ৮ সেপ্টেম্বর একুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পাঁচদিন পর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে।
এই দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেজে), ওয়াল্তার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), মার্কোস সেন্সি (বোর্নমাউথ), লিসান্দো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), লুকাস এস্কিভেল (আথলেতিকো পারানায়েন্সে)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (ইউভেন্তুস), এনসো ফের্নান্দেস (চেলসি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), ফাকুন্দো বুনানোতে (ব্রাইটন), এনসো ফের্নান্দেস (চেলসি), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্তা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।
ফরোয়ার্ড: লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), আনহেল দি মারিয়া (ইউভেন্তুস), লিওনেল মেসি (পিএসজি), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), আলান ভেলাস্কো (এফসি ডালাস অনূর্ধ্ব-২৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।