জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে দুই আওয়ামী লীগ নেতাসহ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে দুই নেতার মৃত্যুর কারণ হিসেবে এক বাড়িতে দাওয়াত খেয়ে এসে অসুস্থ হয়ে পড়ার কথা বলেছিল দলীয় সূত্র।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন: কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান জজ (৫৮) এবং ভাটি দোয়ারিয়া গ্রামের বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক গোবিন্দ বিশ্বাস (৪৫) ও একরামপুর গ্রামের শাজাহান মিয়া (৫২)।
জানা গেছে, রোববার (১৫ জানুয়ারি) রাতে মদপানের পর একরামপুর গ্রামে চালক শাজাহান মিয়ার মৃত্যু হয়। এছাড়া সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আওয়ামী লীগ নেতা জহির রায়হানের মৃত্যু হয়। জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন গিয়াস ও হোমিও চিকিৎসক গোবিন্দ বিশ্বাসের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রোববার রাতে কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদপান করে তারা বাসায় ফেরেন। এরপর থেকে তাদের বমি শুরু হয়। পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সোমবার সকালে একের পর এক তাদের মৃত্যু হয়। রিকশাচালকের মৃত্যু হয় রোববার রাতে
অন্যদিকে হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফসাপোর্টে আছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।