জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘায় ঝড়ের সময় গাছ চাপা পড়ে ৪ জন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৪ জুন) রাত ৯টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বাঘা উপজেলার পাঁচপাড়া রাজার মোড়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন বেশ কয়েকজন।
এর কিছুক্ষণ পর একটি পাইকর গাছ ওই দোকানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই গাছের নিচে চাপা পড়ে তিনজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাছের নিচে চাপা পড়া অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় চারজনে।
মৃতরা হলেন বাঘার পাঁচপাড়া গ্রামের জালাল, জাকির ও সেন্টু। তাৎক্ষণিকভাবে আরেকজনের নাম পাওয়া যায়নি।
পরে আহত দুইজনের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গাছের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা তা উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসকর্মীরা।
বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম চারজন নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।