সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ডাকাতি করে পালানোর সময় চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার মোহাম্মদপুর এলাকার আব্বাস আলীর ছেলে জসিম (২৫), শরিয়তপুর জেলার নড়িয়া থানার রাজনগর(পূর্ব পুনাইখারকান্দি) এলাকার আজিজ ফকিরের ছেলে জুয়েল হোসেন (২২), ঢাকার নবাবগঞ্জ থানার বক্সনগর এলাকার শাহ আলমের ছেলে মো. সাজিদ (২০) ও রংপুরের মিঠাপুকুর থানার সাগরামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে ফেরদৌস(২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকালে ওই চারজন হ্যালোবাইক ডাকাতির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে কালো রংয়ের প্রাইভেট কার যোগে মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকায় যায়। পরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কার চালক জসিম, সাজিদকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রেখে বাকিদেরকে নিয়ে পাটুরিয়া ঘাটে গিয়ে বাবুল এবং জুয়েলকে প্রাইভেটকার হতে নামিয়ে রেখে ফেরদৌসকে নিয়ে প্রাইভেট কার যোগে পুনরায় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছে অপেক্ষা করতে থাকে। পরিকল্পনা অনুযায়ী বাবুল ও জুয়েল পাটুরিয়া ঘাট এলাকা হতে অটো চালক আব্বাস আলীর (৬০) হ্যালোবাইক ভাড়া করে দুপুর ১২.৩০ টার দিকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে আগে থেকেই অবস্থানকারী দুষ্কৃতিকারীরা একযোগে হ্যালোবাইক চালক আব্বাস আলীকে কিল-ঘুষি মেরে ও ভয়ভীতি দেখিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারে উঠিয়ে নেয় এবং জুয়েল আব্বাস আলীর অটোটি নিয়ে ঘটনাস্থল পরিত্যাগকালে স্থানীয় জনসাধারণ বিষয়টি টের পেয়ে জুয়েলকে হ্যালোবাইকসহ আটক করে। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ হ্যালোবাইকসহ জুয়েলকে গ্রেপ্তার করে। পুলিশের অবস্থান টের পেয়ে প্রাইভেটকারে থাকা চারজন পালিয়ে যায়। এসময় পুলিশ তাদের ধাওয়া করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা আউটপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন পালিয়ে যায়।
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ জানান, ডাকাতি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।