বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মোবাইল ডিভাইস হিসেবে স্মার্টফোন সবার জন্য অতি জরুরি অনুষঙ্গ হয়ে উঠেছে। স্মার্টফোন কেনার ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফ্রন্ট ক্যামেরা ফিচার। কিন্তু সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে কোন ব্র্যান্ডের উন্নত ক্যামেরাসংবলিত স্মার্টফোন কিনবেন? বাজারে বিভিন্ন দামে উন্নত ক্যামেরার দেশী-বিদেশী ব্র্যান্ডের অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
নোভা ফাইভটি
হুয়াওয়ের নোভা সিরিজের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ৬ দশমিক ২৬ ইঞ্চি পাঞ্চ ফুলভিউ ডিসপ্লের অক্টা-কোর কিরিন প্রসেসর ও ইএমইউআই ৯.১ সংবলিত ৮ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটির এআই টেকনোলজির কল্যাণে এক্সপোজার ও ব্যাকলাইটের ভারসাম্য থাকবে সেলফিতে এবং ক্যামেরায় তোলা প্রতিটি ছবি আরো উজ্জ্বল, নিখুঁত ও স্পষ্ট হবে। এতে হুয়াওয়ের ২২.৫ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র ৩০ মিনিটে ডিভাইসটির ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হবে। ডিভাইসটির দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা।
প্রিমো এস৭
ওয়ালটনের ৬ দশমিক ২৬ ইঞ্চি ইউ-নচ এইচডিপ্লাস আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে এলইডি অটোফোকাস সুবিধার বিএসআই ১২, ১৩ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার পাশাপাশি বিএসআই ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ২ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসরসংবলিত ৩ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিসংবলিত ডিভাইসটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
প্রিমো আরএক্স৬
ওয়ালটনের ৫ দশমিক ৭ ইঞ্চি এইচডিপ্লাস আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে এলইডি অটোফোকাস সুবিধার বিএসআই ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি সফটএলইডি ফ্ল্যাশ সুবিধার বিএসআই ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ১ দশমিক ৪৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসরসংবলিত ৩ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিসংবলিত ডিভাইসটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।
সিম্ফনি আই৯০ (২ জিবি)
সিম্ফনির ৫ দশমিক ২ ইঞ্চি এইচডি আইপিএস ২.৫ডি ডিসপ্লের বাজেটসাশ্রয়ী এ স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির উভয় ক্যামেরায় ভালো মানের ছবি ধারণ করা যাবে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট চালিত ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসরসংবলিত ২ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে। ফোরজি সমর্থিত ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিসংবলিত এ ডিভাইসের দাম ৭ হাজার ৭৯০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।