৪ তলার কার্নিসে দাঁড়িয়ে যা করলেন এই মহিলা, ভাইরাল ভিডিও

৪ তলার কার্নিসে দাঁড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ঘর পরিষ্কার রাখতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন, এমন ঘটনার কথা সচরাচর শোনা যায় না। কিন্তু সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে আঁতকে উঠবেন।

৪ তলার কার্নিসে দাঁড়িয়ে

চার তলা একটি আবাসন। তার সবচেয়ে উপরের তলায় এক বাসিন্দার ঘরদোর পরিষ্কারের কাজ চলছিল। হঠাৎই দেখা গেল ঘরেই স্লাইডিং জানলা খুললেন এক মহিলা। তার পর সেই জানলা দিয়ে বাইরে বেরিয়ে এলেন। কার্নিসে পা রেখে অবলীলায় জানলার কাচ পরিষ্কার করতে শুরু করলেন। একটু অসাবধান হলেই একেবারে নীচে আছড়ে পড়ে গুরুতর আহত কিংবা মৃত্যুও হতে পারত।

কিন্তু মহিলাকে দেখে বোঝাই যাচ্ছে, পড়ে যাওয়ার ভয়ডর নেই তাঁর। তা না হলে এ ভাবে ঝুঁকি নিয়ে, তা-ও আবার চার তলার কার্নিসে দাঁড়িয়ে জানলার কাচ পরিষ্কার করার সাহস দেখাতেন না। ভিডিওটি উল্টো দিকে আবাসনের কোনও বাসিন্দা তুলেছেন।

এ বছরের ফেব্রুয়ারিতে ভিডিওটি প্রথম ভাইরাল হয়েছিল। তখন দাবি করা হয়েছিল, ভিডিওটি গাজিয়াবাদের। স্থানীয় বাসিন্দারা মহিলাকে এ রকম ঝুঁকি নিয়ে জানলা পরিষ্কার করতে দেখেন। তার পরই তাঁরা মহিলার বাড়িতে যান। এ ভাবে ঝুঁকি নিয়ে জানলা পরিষ্কার না করার পরামর্শ দিয়ে এসেছিলেন।

কলার মোচা ভাজির অসাধারণ রেসিপি

ভিডিওটি আবার ভাইরাল হতেই কেউ কেউ বলেছেন, “এমন দুঃসাহস ভুলেও কেউ দেখাতে যাবেন না।” আবার এক জন বলেছেন, “কাকিমা ভাল স্টান্ট করতে পারেন। ওঁকে খতরোঁ কি খিলাড়ি-তে পাঠানো উচিত।”