আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদের আফিফ শহরে একটি ভবনের চারতলা থেকে পড়েও দুই বছর বয়সী এক শিশু ‘অলৌকিকভাবে’ বেঁচে রয়েছে।
সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
ওই শিশুর বাবা মৌতি আল মুরশিদ বলেন, তিনি কখনোই ভাবেননি এরকম ভয়াবহ একটি ঘটনার পরও তার মেয়ে রেতাল বেঁচে যাবে। ঘটনার বিষয়ে আল মুরশিদ বলেন, তার স্ত্রী ও দুই সন্তান চারতলার একটি ঘরে ছিলেন। সেখানে তাদের প্রতিবেশী আরেক নারীও ছিলেন। এসময় তার আরেক মেয়ে ঘরের জানালা খুলে ফেললে রেতাল সেখান থেকে পড়ে যায়।
এদিকে, সেসময় অফিসের কাজে বাইরে ছিলেন আল মুরশিদ। তিনি ভবনের নিরাপত্তারক্ষীর কাছে থেকে এ খবর পান। খবর পাওয়ার পরই দ্রুত বাড়িতে ফিরে আসেন।
১৪ বার চেষ্টার পরও গর্ভধারণে ব্যর্থ, সালমানের সাহায্যে সন্তানের জন্ম দিলেন তিনি
মুরশিদ জানান, নিরাপত্তারক্ষী রেতালকে নিচে পড়ে থাকতে দেখে প্রাথমিকভাবে তাকে মৃত ভেবেছিলেন। তবে তার বেঁচে থাকার লক্ষণ দেখে তিনি আশ্চর্য হয়ে যান এবং দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়। ‘অলৌকিকভাবে’ মেয়ের বেঁচে যাওয়া দেখে আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মুরশিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।