স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান রাজনৈতিক সব দ্বন্দ্বকে পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষে ভারতে পা রাখে পাকিস্তান। কিন্তু মাঠে বাজে পারফরমেন্স দেখিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানের এমন পারফরমেন্সে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
বাবর আজম, শাদাব খান, রিজওয়ানদের সমালোচনায় মুখর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তবে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমকে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হতে হচ্ছে। ওয়াসিম, মিসবাহ, মঈন খানদের সঙ্গে এবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সমালোচনা করলেন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে গত চার বছর ধরে অধিনায়কত্ব করে এখনো তেমন কিছু শিখতে পারেনি বাবর আজম।
সাবেক এই পাকিস্তানি অধিনায়ক করাচীতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি বাবরের ভক্ত। সে অনেক বড় ক্রিকেটার। আমার কাছে সে ছোট ভাইয়ের মতো। আমি চাইছিলাম বাবর যাতে সেরা অধিনায়কদের মাঝে থাকে। সে চার বছর ধরে অধিনায়ক, কখনো তার মাথায় তরবারি ধরা হয়নি। আমরা ভেবেছিলাম তিন-চার বছরে সে অনেক ভালোভাবেই সব শিখে নিজে দায়িত্ব নিতে শিখবে। কিন্তু এটা হয়নি। সেই এই সময়ের ভেতর তেমন উন্নতি করতে পারেনি এবং নেতা হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারেনি। আমরা বিশ্বকাপে অনেক ভুল দেখেছি তার মাঝে।’
বাবর সম্পর্কে আফ্রিদি আরও বলেন, ‘নেতার গুণই হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে আগানো। সে কখনো একজন কিংবা দুইজন যারা ভালো করছে তাদের নিয়ে আগাতে পারবে না। তার অন্তত ৮-৯ জন ভালো ক্রিকেটার দরকার যাদের সিদ্ধান্ত সে কাজে লাগাতে পারে।’
টেস্টে বাবরকেই অধিনায়ক রাখার পক্ষে মত দিয়েছেন আফ্রিদি। তবে সাদা বলে তার বিকল্প ভাববার সময়ে এসেছে বলেও জানান এই অলরাউন্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।