৪ বছরে ডলারের বিপরীতে সর্বোচ্চ দামে রুবল

রুশ মুদ্রা রুবল

আন্তর্জাতিক ডেস্ক : ব্লুমবার্গ বলছে, রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও চলতি বছর বিশ্বে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো মুদ্রা হচ্ছে রুশ মুদ্রা রুবল।

রুশ মুদ্রা রুবল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই পশ্চিমা দুনিয়া একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে রাশিয়ার ওপর। পশ্চিমাদের আশা ছিল, এতে মুখ থুবড়ে পড়বে রুশ অর্থনীতি। কিন্তু তা তো হলো না-ই, উল্টো চলমান যুদ্ধের মাঝেই আজ শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে রুবলের দাম। এর আগে ইউরোর বিপরীতেও রুবলের দাম বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছে।

রুবল দিয়ে রুশ গ্যাসের মূল্য পরিশোধ করছে বেশ কিছু দেশ ও প্রতিষ্ঠান। তার সুবাদেই চাহিদা বেড়েছে রুবলের। ফলে ডলার ও ইউরোর বিপরীতে শক্তিশালী হয়েছে রুশ মুদ্রা।

আজ ডলারপ্রতি রুশ মুদ্রার বিনিময় হার চলে আসে ৫৭.৬৭ রুবলে। অর্থাৎ ১ ডলারের বিনিময়ে ৫৭.৬৭ রুবল পাওয়া যাচ্ছে এখন। গত চার বছরে ডলারের বিপরীতে আর কখনোই এত শক্তিশালী অবস্থানে ছি না রুবল। যুদ্ধ শুরুর ১৫ দিনের মাথায় ১ ডলারে ১৫০ রুবল পাওয়া যেত।

অন্যদিকে ইউরোর বিপরীতেও রুবলের দাম বেড়েছে ৫ শতাংশ। এখন ১ ইউরোর বিপরীতে ৬০ রুবল পাওয়া যাচ্ছে। অথচ মাত্র দেড় মাস আগেও প্রতি ইউরোর বিপরীতে ৮১ রুবল পাওয়া যাচ্ছিল।

এর অর্থ একটাই–ইউরো ও ডলারের বিপরীতে প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে রুবল। ব্লুমবার্গও বলছে, রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও চলতি বছর বিশ্বে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো মুদ্রা হচ্ছে রুশ মুদ্রা রুবল।

এর আগে শুক্রবার মস্কো এক্সচেঞ্জে ইউরোর বিপরীতে রুবলের দাম ১.৬ শতাংশ বেড়ে ৬৬.০৫ টাকা হয়, যা পাঁচ বছর আগের রেকর্ডের কাছাকাছি। এবার সেই রেকর্ডও নতুন করে লিখল রুশ মুদ্রা।

চলতি বছর বিশ্বের মুদ্রাবাজারে রুবলের উন্নতি শীর্ষে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর আর্থিক খাত রক্ষার্থে মূলধন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় রাশিয়া, যা রুবলের দাম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

কৃষকেরা দারুন লাভবান হচ্ছেন বস্তায় আদা চাষ করে

তবে রুবলের মান ধরে রাখতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া আরেকটি পদক্ষেপও বেশ কার্যকর হয়। আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট মূল্যে (রুবলে) স্বর্ণ কেনাকাটার সিদ্ধান্ত নেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এই পদক্ষেপ কার্যকরভাবে রুবলকে সোনা লেনদেনের সঙ্গে যুক্ত করে। সোনা যেহেতু সাধারণত মার্কিন ডলারে লেনদেন হয়, তাই এই পদক্ষেপ নেওয়ার ফলেও ডলারের বিপরীতে রুবলের মান বেড়েছে।