বিনোদন ডেস্ক : অভিনয়শিল্পী আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌকে শেষবার দেখা গিয়েছিল ‘দেয়ালের অন্তরালে’ নাটকে। চার বছর আগের সেই নাটকে তারা শিক্ষক-ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। দীর্ঘ বিরতির পর এই জুটিকে আবার পর্দায় একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা।
রিয়া হোসেনের লেখা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কোনো একদিন’ নাটকে এবার দম্পতির চরিত্রে অভিনয় করবেন তারা।
পরিচালক জানান, নাটকের গল্পটি হৃদয় ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। যদিও অনেকের সঙ্গে মিলছিল না বোনম্যারো, এক পর্যায়ে তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।
চয়নিকা চৌধুরী বলেন, আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির উজ্জ্বল দুই নক্ষত্র। তাদের সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না, একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ। আর মৌ-এর পেশাদারিত্বও আমাকে মুগ্ধ করেছে। অনেক যত্ন নিয়ে নাটকটি তৈরি করেছি। আশা করছি ঈদ বিনোদনের অনেক আয়োজনের ভিড়ে আমাদের নাটকটি সবার প্রশংসা কুড়াবে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।
ইতোমধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। আসছে ঈদে রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।