বিনোদন ডেস্ক : প্রথম সিনেমা ‘ন-ডরাই’ মুক্তির চার বছর পর প্রেক্ষাগৃহে সুনেরাহ বিনতে কামালের দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমাটিতে দর্শকদের সাড়া পেয়েছেন বলে জানালেন অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। অভিনেত্রীর মতে, এই সিনেমার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাইবার ক্রাইমের বিষয়ে সচেতন করার চেষ্টা করা হয়েছে।
সুনেরাহ বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করেছি সিনেমাটিতে। এছাড়া পরিচালক দীপংকর দীপন আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করার চেষ্টা করেছি।
গত ২২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমাটি। এর মধ্যে দেশের ৩৪টি ও যুক্তরাষ্ট্র এবং কানাডার ১৫০ প্রেক্ষাগৃহে চলছে দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি।
বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।