বিজয় সেতুপতি-শাহরুখ লড়াই, নতুন জল্পনা

বিজয় সেতুপতির সঙ্গে লড়াই জমবে শাহরুখের

বিনোদন ডেস্ক : বিজয় সেতুপতি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন। গত কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। দিন দিন দর্শকদের মনে এক বিশেষ স্থান করে নিয়েছেন বিজয়। সেই সঙ্গেই সাউথ এবং বলিউডের একাধিক ছবির নির্মাতাদের নজরেও চলে এসেছেন তিনি। প্রত্যেকে এই দক্ষিণী সুপারস্টারকে নিজের ছবিতে কাস্ট করতে চাইছেন।

বিজয় সেতুপতির সঙ্গে লড়াই জমবে শাহরুখের

মাস খানেক ধরে যেমন শোনা যাচ্ছিল, সাউথ এবং বলিউডের দু’টি বিগ বাজেট ছবির অফার রয়েছে বিজয়ের কাছে। একটি হল, সুপারহিট ‘পুষ্পাঃ দ্য রুল’ ছবির অফার এবং দ্বিতীয়টি হল সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’।

তবে এবার শোনা যাচ্ছে, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’এর সিক্যুয়েল ‘পুষ্পাঃ দ্য রুল’এর প্রস্তাব বাতিল করে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। শোনা যাচ্ছে, শাহরুখের সিনেমার অংশ হবেন বলেই নাকি সাউথের ব্লকবাস্টার সিনেমার প্রস্তাব হেলায় ফিরিয়ে দিয়েছেন অভিনেতা।

৩ দিন ধরে একটাও মাছ উঠলো না, যা উঠলো জালে

সম্প্রতি বিজয়ের পাবলিসিস্ট যুবরাজ নিজে এই সংবাদে শিলমোহর দিয়েছেন। তিনি নিজের টুইটারে লিখেছেন, ‘বিজয় সেতুপতি স্যার এই মুহূর্তে শুধুমাত্র শাহরুখ খান স্যারের #জওয়ান সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। উনি কোনও তেলেগু সিনেমায় কোনও নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন না’।