আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্যতম কঠিন চূড়ার একটি পাহাড় পাঙ্গারচূলা জয় করলেন বাংলাদেশের ৪ যুবক। গত শনিবার সকাল ৯টার দিকে দেশটির উত্তরাখাণ্ডের জনপ্রিয় এই চূড়া আরোহন করেন তারা।
উত্তরাখাণ্ডের পাহাড় অভিযান গাইডদের বরাতে জানা গেছে, ৪৫৯৩ মিটার বা ১৫ হাজার ৬৯ ফুট উচ্চতার পাহাড় সামিট করেছেন বাংলাদেশের অল্প কয়েকজন। তাদের মধ্যে সম্প্রতি জয় অর্জন করেছেন এই চার যুবক।
চার যুবক হলেন, মাহফুজ আনাম, শাহরিয়া মুন্না, আরেফিন রিফাত ও মেহেদী হাসান জনি।
পর্বত এক্সপেডিশন নামের গাইড এজেন্সির কর্মকর্তারা জানান, পাঙ্গারচূলা চূড়ার কয়েকটি স্তর আছে। স্বাভাবিকভাবে অভিযাত্রীরা এই পাহাড়ের নিচের চূড়া সামিট করে। কিন্তু বাংলাদেশি এই চার যুবক মূল চুড়াতে উঠতে সক্ষম হন।
গত ২০ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে বেস ক্যাম্প কুল্লারা থেকে রওনা দিয়ে সকালে চূড়া স্পর্শ করতে পারেন তারা। পরে বাংলাদেশের পতাকা নিয়ে সাথে ছবি তোলেন। উঠতে ও নেমে আসতেও তাদের লেগে যায় প্রায় ১৫ ঘণ্টা। কারন এই পাহাড়ে উঠতে ও নামতে পাড়ি দিতে হয় বিশাল বিশাল পাথুরে বোল্ডার। উঠার চেয়ে নিরাপদে নেমে আসা যেখানে বড় কষ্টের।
অভিযাত্রী দলের নেতৃত্বে থাকা মেহেদী হাসান জনি বলেন, এমন অভিযান তাদের সামনের দিনে পাহাড়ে যাত্রার উৎসাহ হিসেবে কাজ করবে। চার জনের দলের প্রথম চূড়া স্পর্শ করা মাহফুজ আনাম বলেন, এরকম অনুভূতি একদিন তাদের এভারেস্টসহ বিশ্বের উচ্চতম পাহাড় জয়ের পাথেয় হয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।