আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় গত সোমবার আঘাত হানা বিধ্বংসী এক ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের দুর্যোগ এজেন্সি জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ১০৮ জন। অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, তাদের নিহত বেড়ে দুই হাজার ৫৩০ জনে দাঁড়িয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করছে, তুরস্ক-সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।
এরই মধ্যে অলৌকিক এক ঘটনার খবর দিয়েছে আল-জাজিরা। উদ্ধার সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, আরেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় ৪০ ঘণ্টার বেশি সময় পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
হোয়াইট হেলমেটস এক টুইট বার্তায় বলেছে, ইদলিবের গ্রামাঞ্চলের সালকিন শহরে নিজ বাড়ির ধ্বংসস্তূপের নিচে ৪০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।