জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার (২৬ আগস্ট) গভীর রাতে সুন্দরবনের কাঠেশ্বর টহলফাড়ির আওতাধীন হাজির ভারানি এলাকা থেকে এসব মাংস জব্দ করা হয়। তবে এ সময় কোনো শিকারিকে আটক করতে পারেনি।
রোববার (২৭ আগস্ট) বিকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা ভারানি নামক স্থানে রোববার (২৭ আগস্ট) ভোরে অভিযান চালায়। এ সময় অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ চোরা শিকারীরদল গহীন বনের ভেতরে পালিয়ে যায়। বনবিভাগের সদস্যরা শিকারিদের ব্যবহৃত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ বিভিন্ন মালামাল জব্দ করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত শিকারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, জব্দ হওয়া হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।