ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা নৈমিত্তিক ঘটনা নয়। তবে ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি কোনো সমস্যাই নয়। সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে রোনালদো আবারও সবাইকে বিস্মিত করেছেন। ম্যাচের যোগ করা সময়ের ৯৬ মিনিটে আল নাসর আক্রমণে উঠে ডান প্রান্তে বল পান নাওয়াফ বাওশাল। তিনি বক্সে থাকা রোনালদোর কাছে বল পাঠান। রোনালদো তখনই পিঠ মাটির দিকে রেখে বাইসাইকেল কিকের প্রস্তুতি নেন এবং অসাধারণ টাইমিংয়ে গোল করেন। খালেজের গোলরক্ষক আন্থনি মারেজ চেষ্টা করেও এই শট ঠেকাতে পারেননি।

গোল করার পর রোনালদো সতীর্থদের সঙ্গে উদ্যাপন করেন। তিনি নিজেই সামাজিক মাধ্যমে এই গোলের ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদের ‘সেরা ক্যাপশন জয়ী হোক’ বলে চ্যালেঞ্জ দেন। ফ্যানরা বিভিন্ন সৃজনশীল ক্যাপশন দিয়ে অংশগ্রহণ করেন, যেমন ‘যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে’, ‘আকাশে ভাসানো বলের গন্তব্য শুধুই জালের ভেতর’ ইত্যাদি।
রোনালদোর এই গোলের রাতে আল নাসর সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয় নিশ্চিত করে। এই য়ের ফলে শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭, সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৩। পরবর্তী ম্যাচে আল নাসর এএফসি কাপে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোলের সঙ্গে মাঠে নামবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



