তথ্য অধিকার আইনে প্রশ্ন করে পেলেন ৪০ হাজার পৃষ্ঠার উত্তর!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা তথ্যের অধিকার আইন থেকে এক ব্যক্তি ৪০ হাজার পৃষ্ঠার উত্তর পেয়েছেন। তবে তার এই উত্তরের জন্য কোন টাকা খরচ করতে হয়নি।

শনিবার ২৯ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, মধ্যপ্রদেশের ধর্মেন্দ্র শুক্লাও নামের এই ব্যক্তি তার স্পোর্টস ইউটিলিটি গাড়ি ভর্তি উত্তর নিয়ে বাসায় ফিরেন। যেখানে ৪০ হাজার পৃষ্ঠার উত্তর রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধর্মেন্দ্র শুক্লাও কোভিড-১৯ মহামারী সম্পর্কিত তথ্যের জন্য ‘তথ্যের অধিকার আইনের সহযোগিতা’ চান।

ধর্মেন্দ্র শুক্লাও বলেন, আমি ইন্দোরের চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার (সিএমএইচও) এর কাছে একটি আরটিআই আবেদন জমা দিয়েছিলাম। যেখানে কোভিড-১৯ মহামারী চলাকালীন ওষুধ, সরঞ্জাম এবং সংশ্লিষ্ট উপকরণের মূল্য চেয়ে বিস্তারিত জানতে চেয়েছিলাম।

তাকে এক মাসের মধ্যে তথ্য সরবরাহ না করায়, তিনি প্রথম আপিল কর্মকর্তা ড. শারদ গুপ্তের কাছে যান। ড. শারদ গুপ্ত আবেদনটি গ্রহণ করেন এবং নির্দেশ দেন, তাকে বিনামূল্যে তথ্য দেওয়া হবে। যার ফলে প্রতি পৃষ্ঠার জন্য নির্ধারিত ২ রুপি পরিশোধ করতে হয়নি শুক্লাওকে।

আরটিআই হলো, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। বাংলায় একে তথ্যের অধিকার আইন হিসেবে উল্লেখ করা হয়।