বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে একসাথে লঞ্চ হতে চলেছে Bajaj Triumph। আগামী 5ই জুলাই ভারতের বাজারে একত্রে লঞ্চ করা হবে Triumph Speed 400 এবং Scrambler 400X। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ইংল্যান্ডের বাজারে লঞ্চ করা হয়েছে এই দুটি বাইক। শুধু তাই নয়, ইংল্যান্ডের বাজারে লঞ্চ হওয়া শক্তিশালী এই দুটি বাইক ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গ্রাহকদের মধ্যে। যা কেনার জন্য লাইন দিতে শুরু করেছেন বর্তমান প্রজন্মের তরুণরা।
উল্লেখ্য, দুর্দান্ত এই বাইক দুটি ভারতের বাজারে লঞ্চ করা হলে, এটিই হবে ভারতের বাজারে সবচেয়ে কম দামের Triumph বাইক। ভারত-ইংল্যান্ডের যৌথ উদ্যোগে নির্মিত এই বাইক দুটি বৃহত্তর স্পীড টুইন 900 এবং 1200 থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি দুর্দান্ত এই বাইক দুটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এর দুই চাকায় ডিক্স ব্রেক সিস্টেম সহ অল-ডিজিটাল কনসোল, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম, স্লিপার ক্লাচ, ইউএসডি ফ্রন্ট ফর্কস, ব্লুটুথ, 17-ইঞ্চি চাকা, মনোশক রিয়ার সাসপেনশন, এলইডি হেডল্যাম্পের মত সুবিধা লক্ষ্য করা যাবে।
পাশাপাশি যদি Triumph Speed 400 এবং Scrambler 400X-এর শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে দুটি বাইকেই আপনারা পাবেন 398.15cc-র সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, 4-ভালভ, DOHC ইঞ্জিন। যা 8,000 RPM-এ 39.5 bhp এবং 6,500 RPM-এ 37.5 Nm পিক টর্ক জেনারেট করবে৷ এছাড়া শক্তিশালী এই ইঞ্জিনটি 6-টি গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে বলেও জানানো হয়েছে। যদি শক্তিশালী এই বাইকের দামের কথা বলি, তবে ভারতের বাজারে এর প্রারম্ভিক মূল্য 3 লাখ টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।