বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৫ উপলক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগে মোট ৯টি বিভাগে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিই বা ইউসি, প্যাট্রোলম্যান, রাইটার, স্টোর, মেডিকেল, কুক, স্টুয়ার্ড, টোপাস ও এমওডিসি (নৌ) পদে লোকবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে।
নিয়োগকৃত পদসমূহ ও পদসংখ্যা
এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় বিভিন্ন বিভাগে নিচের সংখ্যক জনবল নেওয়া হবে:
Table of Contents
-
ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): ২৮৫ জন
-
প্যাট্রোলম্যান: ১২ জন
-
রাইটার: ১৮ জন
-
স্টোর: ১৮ জন
-
মেডিকেল: ১০ জন
-
কুক: ২৫ জন
-
স্টুয়ার্ড: ১৩ জন
-
টোপাস: ১৩ জন
-
এমওডিসি (নৌ): ৭ জন
শিক্ষাগত যোগ্যতা ও বিভাগভিত্তিক শর্তাবলি
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:
-
ডিই বা ইউসি পদে: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে GPA 3.50। অগ্রাধিকার পাবেন উচ্চতর গণিতধারী প্রার্থী বা বিএন ডকইয়ার্ড ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেডপ্রাপ্তরা।
-
প্যাট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ): যেকোনো বিভাগ থেকে GPA 3.00।
-
মেডিকেল পদে: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ থেকে GPA 3.50।
-
কুক ও স্টুয়ার্ড: যেকোনো বিভাগ থেকে GPA 2.50।
-
টোপাস: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
আবেদনকারীর অন্যান্য যোগ্যতা
-
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক ও অবিবাহিত হতে হবে।
-
সাঁতার জানাও বাধ্যতামূলক।
বয়সসীমা ও শারীরিক যোগ্যতা
-
নাবিক পদের জন্য: ১ জুলাই ২০২৫ তারিখে বয়স ১৭–২০ বছর।
-
এমওডিসি (নৌ): ১৭–২২ বছর।
শারীরিক যোগ্যতা:
-
সিম্যান ও এমওডিসি (নৌ): উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি
-
প্যাট্রোলম্যান: উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি
-
অন্যান্য পদ: সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
-
বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি
-
চোখের দৃষ্টি ৬/৬
-
ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী হতে হবে
আবেদন প্রক্রিয়া ও ফি
প্রার্থীদের joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে Sailor Section → Apply Now অপশনে ক্লিক করে প্রাক-যোগ্যতা যাচাই করতে হবে।
এরপর ৩০০ টাকা ফি জমা দিতে হবে নিচের যে কোনো মাধ্যম ব্যবহার করে:
-
মোবাইল ব্যাংকিং: বিকাশ, নগদ, রকেট, ওকে ওয়ালেট
-
ব্যাংক কার্ড: ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস, আমেরিকান এক্সপ্রেস
আবেদন ফরম পূরণ করে তা জমা দিয়ে ‘নাবিক ১’ ফরম ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষার দিনে সঙ্গে আনতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করতে পারবেন ১২ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা দেরি না করে এখনই আবেদন করুন।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ কেবল একটি চাকরি নয়—এটি একটি গর্বের সুযোগ। দেশের নিরাপত্তায় অবদান রাখার পাশাপাশি একজন দায়িত্বশীল ও প্রশিক্ষিত নৌসেনা হিসেবে গড়ে ওঠার পথ এটি। যদি আপনি যোগ্যতা পূরণ করেন, আজই আবেদন করে নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।