৪২ বছর বয়সেও ফিগার দেখিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললো অভিনেত্রী

ঝড় তুললো অভিনেত্রী

বিনোদন ডেস্ক : রানি চ্যাটার্জী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একজন বাঙালি হয়েও নাম করেছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ভীষণভাবে ফিটনেস ফ্রিক। নিজের শরীর চর্চার একাধিক ছবি কিংবা ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন তিনি।

ঝড় তুললো অভিনেত্রী

অভিনয়ের ফাঁকেও বিভিন্ন সময়ে ওয়েস্টার্ন লুকে দেখা দেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানের অভিনেত্রী হিসেবেও সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন রানি চ্যাটার্জী। সম্প্রতি ওয়েস্টার্ন লুকে বোল্ড অভিনেত্রী, যা দেখেই মুগ্ধ তার অনুরাগীরা।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে সোশ্যাল মিডিয়া কুইন বলা হয়। তিনি নিজের একাধিক ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা মিলিয়নে কথা বলে। তার শেয়ার করা কোন কিছুই যে ভাইরাল হতে বেশি সময় নেয় না, তা স্পষ্ট।

সম্প্রতি আবারো ওয়েস্টার্ন লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় হাজির হয়েছেন তিনি, যা দেখে চোখ ধারিয়ে গিয়েছে অধিকাংশ ভোজপুরি দর্শকদের। তিনি নিজেই নিজের ইনস্টাগ্রামের পাতায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন, যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল। রইল সেই ছবি।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী তিনি। সম্প্রতি শুটিংয়ের ফাঁকেই নিজের দুটি ছবি শেয়ার করে নিয়েছেন রানি চ্যাটার্জী। ছবিতে রংবেরঙের পোশাকে দেখা মিলেছে তার। লাল সাইড স্লিটেড স্কার্টের সাথে পরেছিলেন লং ফ্রন্ট স্লিটেড, ফুলস্লিভ টপও।

মাত্র কয়েক মিনিটেই ঘুম, বিজ্ঞানীদের অভিনব ম্যাট্রেস

খোলা চুলে, হেভি মেকাপে ছিলেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকেই অভিনেত্রী যে এই ছবিটি তুলেছিলেন, তা তার ছবির ক্যাপশন দেখেই স্পষ্ট হয়েছে। আপাতত নিজের শেয়ার করা এই ছবি দুটির সূত্র ধরেই চর্চায় রয়েছেন তিনি।