আন্তর্জাতিক ডেস্ক : আম্বানি পরিবারের বিয়ের খবরে কিছুদিন আগেই বিশ্বজুড়ে ছিল চর্চা। এবার শিরোনাম হয়েছে তাদের রিলায়েন্স থেকে কর্মী ছাঁটাইয়ের ঘটনা। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ৪২ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে বলে খর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ২০২৩-২৪ অর্থবছরে ৪২ হাজার জন কর্মী ছাঁটাই হয়েছে। যা গত অর্থবছরের নিরিখে তাদের মোট জনশক্তির ১১ শতাংশ।
ব্যবসায়িক দিক থেকে বিভিন্ন সেক্টর মিলিয়ে রিলায়েন্সের বাণিজ্যিক সাম্রাজ্য। আর সেই সমস্ত সেক্টর মিলিয়ে ৪২ হাজার কর্মী গত অর্থবছরে ছাঁটাই হয়েছে। একটি রিপোর্টে দাবি কো হয়েছে, সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে রিটেইল সেকশনে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট কর্মচারীর সংখ্যা ২০২৩-২৪ সালে ৩,৪৭,০০০ ছিল, কিন্তু ২০২২-২৩ সালে ছিল ৩,৮৯,০০০ জন৷
রিলায়েন্সের এই কর্মী ছাঁটাইয়ের তালিকার মধ্যে সংস্থায় নবাগতরাও ছিলেন। বেশ কিছু রিপোর্টের দাবি, খরচে লাগাম দিতেই রিলায়েন্সের এই পদক্ষেপ। রিলায়েন্সের রিটেইল বিভাগে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে। রিলায়েন্সের রিটেইল বিভাগে ২০২৩-২৪ এর মধ্যে ২,০৭,০০০ জন কর্মী ছিলেন। যা মোট কর্মশক্তির ৬০ শতাংশ, তার আগের বছরে সংখ্যাটা ছিল ২,৪৫,০০০।
২০২৩-২৪ সালে রিলায়েন্সের রিটেইল বিভাগ দেশে গোটা বছরে ৩,৩০০টি স্টোর খোলে। ফলে গোটা দেশের রিলায়েন্সের স্টোর ১৮,০৪০ হয়। এদিকে, রিলায়েন্সের জিও তেও কর্মী ছাঁটাই হয়েছে। সেখানে ২০২৩-২৪ এ কর্মী সংখ্যা দাঁড়ায় ৯০ হাজারে, যা তারও আগের বছরে ছিল ৯৫ হাজার। এত কিছুর পরও, রিলায়েন্সের কর্মচারী সুবিধা সংক্রান্ত খরচ আগের বছরের তুলনায় ২০২৩-২৪ সালে ৩ শতাংশ বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।