জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের খুলশীতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক প্রিন্স হোটেল আবাসিক, মোটেল সিক্স সুপারসনিক আবাসিক, হোটেল রূপসী বাংলা ও হোটেল গোল্ডেন টাচে অভিযান চালানো হয়।
খুলশী থানার উপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম দিপু জানান, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১৮ জন পুরষ ও ২৫ জন নারীসহ মোট ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।