জুমবাংলা ডেস্ক : ভাত না খেয়ে ৪৫ বছর বেঁচে আছেন নাটোর সদর উপজেলার রাজিবপুর এলাকার মৃত কাঁচু প্রামাণিকের ছেলে কুদ্দুস প্রামাণিক। মজার বিষয় হচ্ছে ভাত খেলেই অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের কুদ্দুস।
জানা গেছে, দীর্ঘ ৪৫ বছর তিনি ভাত খান না, সহ্য করতে পারেন না ভাতের গন্ধ। শুধু ভাত নয়, মাছ-মাংসের সঙ্গেও আড়ি তার। বেঁচে থাকার জন্য কুদ্দুস ভাতের বদলে মুড়ি, রুটি, দুধ ও কলা বেছে নিয়েছেন। ভাত খেলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এভাবেই ভাত না খেয়ে দীর্ঘ সময় পার করেছে তিনি।
কুদ্দুসের পরিবার জানান, ছোটবেলায় অভাব আর ক্ষুধার কষ্ট নিয়ে বড় হয়েছেন তিনি। অভাবে বাড়িতে মুড়ি আর রুটি খেয়ে দিন পার করতেন। সেই সঙ্গে দেখা দেয় পেটের অসুখ। এক সময় ভাত খাওয়া শুরু করলেও ৩০ বছর বয়স থেকে আর মুখে ভাত তুলেনি এই বৃদ্ধ। সেই সঙ্গে খাবারের পাতে তুলেন না মাছ কিংবা মাংস। এরপর থেকে কুদ্দুস প্রতিদিন দুই বেলা মুড়ি ও রুটি, দুধ আর কলা দিয়ে চলছে দীর্ঘ ৪৫ বছর। সমাজের আট-দশজনের মতো স্বাভাবিক দিব্বি কাজকর্ম করছেন তিনি।
কুদ্দুসের দুই মেয়ে বলেন, আমরা ছোট থেকে দেখছি, আব্বা ভাত খায় না। যদিও খায় সঙ্গে সঙ্গে বমি ও পেটে ব্যথা শুরু হয়। সে জন্য আব্বা ভাত,মাছ, মাংস কিছুই খায় না। শুধু মুড়ি, রুটি আর দুধ, কলা খায়। এসব খাবার খেয়ে আব্বা সুস্থ আছেন।
কুদ্দুস প্রামাণিক বলেন, ছোটবেলায় পরিবারে অভাব থাকায় নিয়মিত ভাত খেতে পেতাম না। মুড়ি, রুটি খেয়েই দিন পার করতাম। এক পর্যায়ে পেটে ভাত সর্জ্য হতো না। পেটে সমস্যার কারণে আমি ৪৫ বছর থেকে ভাত খেতে পারি না। সেই সঙ্গে মাছ-মাংসও খেতে পারি না। তাই আমি প্রতিদিন মুড়ি, রুটি, কলা আর দুধ খেয়ে বেঁচে আছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।