বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলেকট্রিক গাড়ি আনল হুন্দাই। মডেল হুন্দাই কনা ইলেকট্রিক। এই গাড়িতে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৯ কিলোওয়াট সম্পন্ন। গাড়িটি একবার চার্জ দিলে ৪৫৩ কিমি যেতে সক্ষম। গতির কথা বললে, এই এসইউভি গাড়ি প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার যেতে পারবে। এই গাড়িটিতে দেওয়া হয়েছে ইকো, ইকো প্লাস, কম্ফোর্ট এবং স্পোর্টস মোড।
খুবই আকর্ষণীয় ভাবে গাড়িটির ডিজাইন করা হয়েছে। দেওয়া হয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়া অ্যাপল কারপ্লে, অ্যানড্রোয়েড অটো, অটো এসি, সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস ফোন চার্জিং, রিয়ার এসি ভেন্টসহ আরো অনেক অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে।
যাত্রী নিরাপত্তার বিষয়টিকেও বিশেষভাবে মাথায় রেখে একাধিক ফিচার ও প্রযুক্তি যোগ করা হয়েছে। এই গাড়িতে অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ডিস্ক ব্রেক, হিল অ্যাসিস্ট কন্ট্রোলের মতো অত্যাধুনিক ফিচার নজরে পড়বে। এছাড়া গাড়িতে এয়ার ব্যাগও দেওয়া হয়েছে।
হুন্দাই কনা ইলেকট্রিক জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ির মধ্যে একটি। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। কেননা, এর দাম সাধ্যের মধ্যেই। ভারতের বাজারে এই গাড়ি বিক্রি হচ্ছে ২৩ লাখ রুপিতে। গাড়িটিতে এখন ছাড়ও দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।