৪৫ হাজার বছর আগের নারীরা দেখতে যেমন ছিলেন

নারীরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কালো কোকড়ানো চুল। চামড়ার রং উজ্জ্বল বাদামী। চোখও তার বাদামী। ঠোঁটটা হালকা লাল। জীবনানন্দ দাশের বনলতা সেন কিংবা লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা না হলেও পটে আঁকা ছবির মতোই দেখতে এই নারী।

নারীরা

তবে তিনি আজকের যুগের কেউ নন। নিকট অতীতেরও নন। আজ থেকে ৪৫ হাজার বছর আগে পৃথিবীতে বাস করতেন তিনি। ৭০ বছর আগে পাওয়া তার এক দেহাবশেষ থেকে বানানো হয়েছে মুখাবয়ব। আর তাতেই এ দৃশ্য ধরা পড়েছে।

১৯৫০ সালে চেক প্রজাতন্ত্রের এক গুহা থেকে পাওয়া যায় ওই নারীর খুলির কয়েকটি অংশ। সম্প্রতি সিটি স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে পুরো মুখমণ্ডল বানিয়েছেন বিজ্ঞানীদের একটি দল। তাঁরা ওই নারীর নাম দিয়েছেন জ্লাতি কুন।

দুর্ধর্ষ ডিজাইনের সঙ্গে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, নতুন চমক নিয়ে হাজির ইনফিনিক্স

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, সিটি স্ক্যান প্রয়োগ করে মুখাবয়ব বানানো সবচেয়ে আগেকার মানুষ এখন তিনি। বর্তমানে তার খুলি প্রাগের জাতীয় জাদুঘরে রাখা আছে। এতে নাকের হাড় পাওয়া যায়নি।