বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত, যিনি এখনও বিয়ে করেননি, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন কেন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হননি। সলমন খান ও সুস্মিতা সেনের মতো তিনিও নিজের পছন্দেই অবিবাহিত থেকেছেন, তবে দিব্যা একা নন—তিনি আত্মসম্পূর্ণ।
সম্প্রতি এক খোলামেলা কথোপকথনে দিব্যা বলেন, “ভাল সঙ্গী পেলে বিয়ে ভাল, না পেলেও জীবন সুন্দরভাবে এগিয়ে চলে।” তাঁর মতে, “যদি কোনও সম্পর্ক আপনার আত্মমর্যাদা কমিয়ে দেয়, তাহলে নিজেকে ভালবাসাই শ্রেয়।”
দিব্যার ভাষ্য অনুযায়ী, আজও বহু পুরুষ তাঁর প্রতি আকৃষ্ট হন, নজর ফেরাতে পারেন না, মনোযোগও দিয়ে থাকেন। কিন্তু সম্পর্ক গড়ে ওঠে তখনই, যখন গভীর সংযোগ তৈরি হয়।
তিনি বলেন, “বিয়ে করতে চাই না, কিন্তু একটা সঙ্গী চাই, যার সঙ্গে ঘুরতে যেতে পারি। আর যদি সেটা না-ও হয়, তবু আমি খুশি।”
এক সাক্ষাৎকারে দিব্যা আরও বলেন, “আমার এক বন্ধু একবার জিজ্ঞেস করেছিল— ‘তুমি এত সুন্দর, এত কেয়ারিং, তাও একা কেন?’ আমি উত্তর দিয়েছিলাম— ‘বোধহয় আমি ওভারকোয়ালিফায়েড।’”
সাম্প্রতিক সময়ে দিব্যা দত্ত নজর কাড়েন সুপারহিট ছবি ‘ছাবা’-তে। ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা ও অক্ষয় খন্নার মতো অভিনেতাদের সঙ্গে অভিনীত এই ছবি সারা বিশ্বে ৮০৭.৮৮ কোটি টাকা আয় করেছে। বর্তমানে এটি নেটফ্লিক্স-এ স্ট্রিম হচ্ছে।
চলচ্চিত্রপ্রেমীদের জন্য আরও সুখবর—দিব্যা দত্ত শীঘ্রই আসছেন ‘নাস্তিক’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা অর্জুন রামপাল ও ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত হর্ষালী মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ বর্মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।