বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ৭০৯ জন ঐচ্ছিক অংশগ্রহণকারীর ওপর নতুন এ গবেষণাটি চালিয়েছে মার্কিন অলাভজনক সংস্থা ‘কনজিউমার রিপোর্টস’। হাজার হাজার কোম্পানির কাছ থেকে একেকজন ব্যবহারকারীর তথ্য পায় ফেইসবুক –এমনই উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৭০৯ জন ঐচ্ছিক অংশগ্রহণকারীর ওপর নতুন এ গবেষণাটি চালিয়েছে মার্কিন অলাভজনক সংস্থা ‘কনজিউমার রিপোর্টস’, যেখানে প্রত্যেকের ডেটা সংগ্রহ করা হয়েছে দুই হাজার দুইশ ৩০টি ভিন্ন কোম্পানির কাছ থেকে।
এমনকি একজন ঐচ্ছিক অংশগ্রহণকারীর তথ্য নেওয়া হয়েছে প্রায় ৪৮ হাজার ভিন্ন কোম্পানি থেকে। আর এ গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের সম্পর্কে তথ্য সরররাহ করেছে সর্বমোট এক লাখ ৮৬ হাজার ৮৯২টি কোম্পানি।
আর এ গবেষণার ঐচ্ছিক অংশগ্রহণকারী নিয়োগে সহায়তা দিয়েছে আরেক অলাভজনক সংস্থা ‘মার্কআপ’, যেখানে তারা ফেইসবুকের ‘ডাউনলোড ইয়োর ইনফর্মেশন’ নামের টুল ব্যবহার করে তাদের ব্যক্তিগত তথ্য বের করেছে। আর সেগুলো শেয়ার করেছে গবেষকদের সঙ্গে।
মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও পণ্য কেনার অভ্যাসের মতো বিষয়গুলো আপলোড করে থাকে বিভিন্ন কোম্পানি, যার ভিত্তিতে তাদের অনুরূপ ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখায় মেটা।
গবেষকদের অনুমান বলছে, এমন ‘মাইক্রোটার্গেটিং’ প্রচারণা চালিয়ে কেবল একজন ঐচ্ছিক অংশগ্রহণকারীর তথ্য এসেছে ৯৬ হাজার পৃথক কোম্পানি থেকে।
গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৯৬ শতাংশেরই তথ্য দিয়েছে ‘লাইভর্যাম্প’ নামে পরিচিত এক ডেটা ব্রোকার কোম্পানি। তবে, সকল ক্ষেত্রেই ডেটা ব্রোকার কোম্পানির কাছ থেকে তথ্য এসেছে, বিষয়টি এমন নয়। এ ছাড়া, হোম ডিপো, ওয়ালমার্ট বা অ্যামাজনের মতো শীর্ষ ই-কমার্স কোম্পানি থেকেও তথ্য সংগৃহিত হয়েছে। এমনকি গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ১০ শতাংশ তথ্য এসেছে টেক্সাসের এক গাড়ি ডিলারশিপ কোম্পানি থেকে।
তবে, ‘ভাইকিং’ বা ‘বিএম ৫ ১০০কেকিউসি এনএলএম’-এর মতো উদ্ভট নাম ব্যবহার করা অংশগ্রহণকারীদের শনাক্ত করতে পারেনি মেটা। অন্যদিকে, লাইভর্যাম্পের মালিক কোম্পানি ‘একসিয়ম’-এর দাবি, তাদের কাছে বিশ্বের আড়াইশ কোটিরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোর সক্ষমতা আছে। এমনকি নিজেদের উন্নত গ্রাহক শনাক্তকরণ ব্যবস্থা নিয়েও বড়াই করেছে কোম্পানিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।