নকিয়ার ফিচার ফোনে ফোরজি কানেকশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এইচএমডি গ্লোবালের মালিকানাধীন ফিনল্যান্ডের নকিয়া একগুচ্ছ নতুন ফিচার ফোন আনল। এগুলো হলো নকিয়া ১০৫ এবং ১০৬। উভয় ফোন ৪জি নেটওয়ার্ক সমর্থন করে। স্মার্টফোনের মতোই বেশি কিছু অ্যাপস এই দুইটি ফোনে প্রি-ইনস্টল করা আছে। যা দিয়ে মোবাইল পেমেন্টও করা যাবে।

নস্টালজিয়ানায় ভরা পুরনো টি৯ কিপ্যাড রয়েছে এই ফিচার ফোনে। এইচএমডি গ্লোবাল দাবি করছে, এক চার্জে সারা দিন চালু থাকবে ফোনের ব্যাটারি। স্মার্টফোনের পাশাপাশি সেকেন্ডারি ফোন কিংবা বাড়ির বড়দের উপহার হিসাবে এই ফোন দিতে পারেন।

নকিয়া ১০৫ ৪জি পাওয়া যাবে চারকোল, সিয়ান এবং রেড কালারে। অন্যদিকে নকিয়া ১০৬ পাওয়া যাবে চারকোল এবং ব্লু ভেরিয়েন্টে। নকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন এই ফিচার ফোন।

নকিয়া ১০৫ মডেলে রয়েছে ১.৮ ইঞ্চির ডিসপ্লে। এর ব্যাটারি ১০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। এই ফোন ১২ ঘণ্টা টকটাইম ও ২২ দিন স্ট্যান্ডবাই পাওয়া যাবে। অন্যদিকে নকিয়িা ১০৬ ফোনে থাকছে ১.৮ ইঞ্চির ডিসপ্লে। এতে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে একটু বেশি ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।