বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা Kinetic Green আনতে চলেছে ইলেকট্রিক মোপেড ৷ আগামী কয়েক মাসের মধ্যে ভারতীয় বাজারে নতুন ই-লুনার আপডেটেড সংস্করণ চালু করার পরিকল্পনা করেছে সংস্থাটি ৷ ইতিমধ্যেই সংস্থাটি বৈদ্যুতিক মোপেডের আসন্ন আপডেটেড সংস্করণের জন্য একটি ডিজাইন পেটেন্ট নিবন্ধন করেছে।
প্রসঙ্গত, Kinetic Luna জনপ্রিয় মোপেডগুলির মধ্যে একটি, যা একাধিক রাইডার এবং লজিস্টিক সেক্টরের জন্য বেশি ব্যবহৃত হয় ৷ এটির মাইলেজ বেশি অন্যান্য বাইকের থেকে ৷ ক্রেতাদের কথা ভেবে এবার কাইনেটিক ই-লুনা এর ইলেকট্রিক সংস্করণ চালুর প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি ৷
বৈদ্যুতিক মোপেডটি কাইনেটিক ই-লুনা আপডেটেড ডিজাইনে লঞ্চ করবে ৷ এটির EV- মতোই ফিচার রয়েছে ৷ নতুন এই মডেলে স্কোয়ার হেডল্যাম্প এবং ছোট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে ৷ এই বৈদ্যুতিক মোপেডের ব্যাটারি প্যাকটি কোথায় ইনস্টল করা হবে সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি সংস্থার তরফে ৷
তবে রাইডারের সিট এবং হ্যান্ডেলবারের মাঝে বড় বাক্স স্থাপন করা হয়েছে । এই বাক্সের ভিতরে একটি নতুন ব্যাটারি প্যাক ইনস্টলের সম্ভাবনা রয়েছে ৷ যা এই বৈদ্যুতিক মোপেডের মাইলেজ বৃদ্ধিতে সাহায্য করবে।
নতুন কাইনেটিক ই-লুনার ইঞ্জিন
আসন্ন কাইনেটিক ই-লুনার ডিজাইনটি বর্তমানে ভারতীয় বাজারে বিক্রি হওয়া মডেলের মতোই রাখা হবে। এতে থাকা ইঞ্জিনের ফিচারও যে আলাদা হবে তা বলার অপেক্ষা রাখে না ৷
বর্তমানে ই-লুনাতে একটি 2 kWh ব্যাটারি প্যাক ইনস্টল করা আছে, যেটি একবার সম্পূর্ণ চার্জ দিলে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়।
বাইক বিশেষজ্ঞদের মতে নতুন মডেলের সঙ্গে যে অতিরিক্ত ব্যাটারি প্যাক থাকলে সেটি বেশ কিছুটা অতিরিক্ত জায়গা নেবে ৷ এটি একবার সম্পূর্ণ চার্জ দিলে প্রায় 200 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। তবে, নতুন ইলেকট্রিক লুনাতে একটি ব্যাটারি দেওয়া হবে নাকি একটি রিচার্জেবল আলাদা ব্যাটারি দেওয়া হবে তা লঞ্চের পরেই জানা যাবে ৷
নতুন কাইনেটিক ই-লুনা কবে বাজারজাত হবে ?
বর্তমান মডেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় 50 কিলোমিটার এবং এটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 4 ঘণ্টা সময় লাগে। যদিও কাইনেটিক নতুন ই-লুনা লঞ্চের জন্য কোনও সময়সীমা দেয়নি, তবে মনে করা হচ্ছে যে চলতি বছরের উৎসবের মরশুমের আশেপাশে এটি লঞ্চ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।