4K রেজুলেশনের সেরা টিভি শাওমি Mi ES70?

Mi ES70

অক্টোবরের ২৯ তারিখে শাওমি ফিচারে ঠাসা একটি টেলিভিশন মার্কেটে রিলিজ করে। টেলিভিশনটির মডেলের নাম Mi TV ES70। ৭০ ইঞ্চির এ টিভিতে 4K রেজুলেশনের ফিচার দেওয়া হয়েছে। টেলিভিশনটির স্ক্রিনের বেজেল অনেক পাতলা। ডিসপ্লের রেজুৃলেশন ৩৮৪০ গুণ ২১৬০পি। স্ক্রিন অনুপাত ৯৭.৮ শতাংশ।

Mi ES70

শাওমির টেলিভিশনটির কালার ‍অ্যাকুরেরি প্রশংসার দাবি রাখে। Xiaomi TV ES70 ডিভাইসের ব্যাকলিট টেকনোলোজি সবথেকে ভালো ফিচার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ টেকনোলোজির অনেক পার্টিশন রয়েছে। স্ক্রিনটির ব্রাইটনেস ৭০০ নিট পর্যন্ত উঠানো সম্ভব হবে। সুপার রেজুলেশন অ্যালগোরিদম নয়েজ কমাতে সাহায্য করবে।

কোন মুভির রেজুলেশন কম হলেও শাওমির টেলিভিশনটি তা 4K রেজলেশনে দেখাতে সক্ষম। মিডিয়াটেক হেলিও চিপসেট দ্বারা টিভিটি পরিচালিত হবে। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

২.৪ ও ৫ গিগাহার্জ ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট রয়েছে। ডলবি এটমস ফিচারও সাথে পেয়ে যাবেন। এমনকি আপনি অনেক দূরে থেকেও অডিও এর মাধ্যমে টেলিভিশনটি কন্ট্রোল করতে পারবেন।

এটি শাওমির স্মার্ট ইকো সিস্টেমের সাথে পুরোপুরি সংযুক্ত। আপনি টেলিভিশনটি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোস এবং ম্যাক ডিভাইসের সাথে সংযোগ দিয়ে কাজ করতে পারবেন। শাওমি ES70 টেলিভিশনে তিনটি এইচডিএমআই পোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি দুইটি ইউএসবি পোর্ট, একটি এভি ইনপুট পোর্ট, একটি নেটওয়ার্ক পোর্ট ও এন্টেনা দেওয়া হয়েছে।

শাওমির এ জনপ্রিয় টেলিভিশনের দাম চায়নাতে ৪ হাজার ৫০০ ইউয়ান। বিশ্বব্যাপী এটি ৬২১ ডলারের বিক্রি হচ্ছে। ভারতীয় রুপিতে দাম হবে ৫১ হাজার এবং টাকায় ৬৫ হাজার।

অক্টোবরের ২৮ তারিখে স্মার্ট টেলিভিশনটি বিশ্বব্যাপী মার্কেটে রিলিজ করা হয়। শাওমি অবশ্য শুরুতে চায়নার বাজারে এ টেলিভিশনটি বিক্রি শুরু করেছে।