আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৩ জুন, মঙ্গলবার দুপুরে লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার ও এর আশেপাশের অঞ্চলগুলো ভূমিকম্পে কেঁপে ওঠে। খবর জিও নিউজ।
পাকিস্তান আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব কাশ্মির। দুপুর ১টা ৪ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।
খবরে বলা হয়, এই ভূমিকম্পটি আজাদ জম্মু ও কাশ্মীরের বাগ, ধীরকোট, মুজাফফরাবাদ এলাকায় অনুভূত হয়েছে। একই সঙ্গে পাঞ্জাবের শকর গড়, চিচাওয়াতনি, শিয়ালকোট, মান্ডি বাহাউদ্দিন, রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ, জাফরওয়ালেও অনুভূত হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার অ্যাবোটাবাদ, সোয়াবি, সোয়াত এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।
তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।