জুমবাংলা ডেস্ক : হিমালয় থেকে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় কুড়িগ্রামের কচাকাটার নদ-নদীগুলো পানিতে থই-থই করছে। এর মধ্যেই গঙ্গাধার নদে বসানো ফাঁস জালে আটকা পড়েছে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি পাহাড়ি বাইম মাছ।
মঙ্গলবার বিকালে কচাকাটা থানার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর সাতানা গ্রামের নুর মোহাম্মদ আলীর পুত্র আফজাল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
আফজাল জানান, সাধারণ মানুষ ও জেলে সম্প্রদায়ের লোকজন নদীগুলোতে কারেন্ট ও সুতার ফাঁস জাল পেতে মাছ শিকার করছে। তেমনি তিনিও প্রতিদিনের মত মাদারগঞ্জ ঘাটে ভারতের হিমালয় থেকে নেমে আসা গঙ্গাধার নদে ফাঁস জাল দিয়েছিলেন।
বিকালে তার জালে সাড়ে পাঁচ কেজি ওজনের পাহাড়ি বাইমটি আটকা পড়ে। কচাকাটা বাজারে আনলে মাছটি দেখতে শত শত জনতা ভিড় জমায়।
পরে মাছটি কেটে ৬০০ টাকা কেজি দরে ৩ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানান আফজাল।
স্থানীয়রা মনে করছেন, ঈল প্রজাতির পাহাড়ি বাইম মাছটি হিমালয় থেকে প্রবাহিত ব্রহ্মপুত্র গঙ্গাধার নদ দিয়ে ভাটির স্রোতে এসে মাদারগঞ্জে দেওয়া ফাঁস জালে আটকা পড়ে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী শ্রী হরিবালা বিশ্বাস জানান, বর্ষাকালে মাঝে মাঝে গঙ্গাধার নদে এমন মাছ জালে আটকা পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।