৫ এপ্রিল থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল

মেট্রোরেল

জুমবাংলা ডেস্ক : মেট্রোরেল চলাচলের সময় আরও ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে।

মেট্রোরেল

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। চলতি মাসে (মার্চ) মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি স্টেশন চালু হয়ে যাবে।

ছিদ্দিক আরও বলেন, আগামী জুলাই থেকে মেট্রোরেল চলাচল পুরোদমে শুরু হবে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।

তিনি বলেন, মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৭৭ হাজার যাত্রী চলাচল করেছেন। এতে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। তবে একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। আয়ের চেয়ে এক কোটি ১৩ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে। ব্যয়ের একটি বড় অংশই বিদ্যুৎ বিল।

৯ বছরে একই তারিখে ৩ সন্তানের জন্ম

উল্লেখ্য, গেল ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।