আশরাফুল ইসলাম : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে সোমবার রাতে সাভারের নবীনগর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত আসামি ও অপরজন তদন্তে পাওয়া নতুন অভিযুক্ত।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহাদ্দেস হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সদস্য ও ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মশিউর রহমান (৪২), কুশুরা নবযুগ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম (৩০) এবং ধামরাই পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আহাদ হোসেন (৩২)।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ। তিনদিন চিকিৎসাধীন থাকার পর ৮ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ ৮১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।