জুমবাংলা ডেস্ক : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫ ব্যাংকে অফিসার নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে প্রার্থী প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
৫ ব্যাংকে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ নিয়োগের ( জব আইডি-১০১১৭) জন্য ১ জানুয়ারি ২০২১ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫ ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৬, জনতা ব্যাংক পিএলসিতে ১০৫, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০, রূপালী ব্যাংক লিমিটেডে ৮৫ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা পাওয়া যাবে এই লিংকে : https://erecruitment.bb.org.bd
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।