বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ দিন দিন বাড়ছে। ফলে ফোনের দাম নিয়ে তারা যতটা না চিন্তিত তার থেকে ফোনের মান তারা বেশি চিন্তা করে। কারণ একটি ভালো মানের ফোন দীর্ঘ সময় সার্ভিস দিয়ে থাকে। তবে অনেকে আছেন ফোন সম্পর্কে ভালো ধারণা না থাকায় কোন ফোন কিনতে হবে সে সম্পর্কে বন্ধু কিংবা এক্সপার্ট কারো সহযোগিতা নিয়ে থাকেন। কেউ কেউ আবার অনেক টাকা বাজেট করেন ভালো একটি স্মার্টফোন কেনার জন্য। কিন্তু বুঝে উঠতে পারেন না, বাজেট অনুযায়ী কোন ফোন পাওয়া যাবে।
আজকে এমন কিছু স্মার্টফোনের তথ্য তুলে ধরা হবে যেগুলোর দাম ৫০ হাজার টাকার মধ্যে এবং কনফিগারও ভালো। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
১. আইফোন এক্সআর
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০১৮ সালে এই ফোনটির সঙ্গে পরিচয় করিয়ে দেয় অ্যাপল কোম্পানি। বেস্ট স্মার্টফোনের তালিকায় রয়েছে রয়েছে এটি। আইফোনের এই মডেলটিতে রয়েছে ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে এবং স্ক্র্যাচ প্রতিরোধী গ্লাস। যার ফলে স্ক্রিনকে খুবই আকর্ষণীয় দেখা যায়। রয়েছে আইএসও অপারেটিং সিস্টেম ১৫.২। এছাড়া ১২ মেগা পিক্সেলের কোয়াড এলইডি রেয়ার ক্যামেরা এবং ৭ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আরও আছে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সুবিধা। ফোনটির দাম ভারতীয় মুদ্রায় ৩৪ হাজার ৯৯৯ টাকা।
২. আইফোন ১১
২০১৯ সালে এই ফোনটি উন্মুক্ত করা হয়। ৬.১ ইঞ্চি ডিসপ্লে, ১২ মেগা পিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সুবিধা সম্বলিত এই আইফোনটির দাম ৪৯ হাজার ৯০০ টাকা।
৩. স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি
২০২১ সালে এই ফোনটি বাজারে ছাড়ে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট। পাওয়ারফুল অক্টাকোর প্রসেসর। কোয়ালকম স্নাপড্রাগন ৮৮৮ চিপেস্ট। ১২+১২+৮ রিয়ার ক্যা মেরা এবং সিঙ্গেল ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৮ জিবি র্যাম এবং ১২৮ স্টোরেজ সুবিধা সম্বলিত এই ফোনটির দাম ভারতীয় রুপিতে ৪৯ হাজার ৯৯৯ টাকা।
৪. এমআই ১১ এক্স প্রো
চীনা প্রতিষ্ঠান শাওমির এই ফোনটি গত বছরের এপ্রিলে লঞ্চ করা হয়। ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, অক্টকোর প্রসেসর। ১০৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। ৮+৫+২০ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৮ জিবি র্যাম এবং ১২৮ স্টোরেজের এই স্মার্টফোনটির দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।
৫. ভিভো এক্স৭০ প্রো ৫জি
প্রধান ক্যামেরা ৫০+৮+১২ মেগা পিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। এছাড়া আছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট ডিসপ্লে। ৫জি নেটওয়ার্ক সম্বলিত এই ফোনটির দাম ৪৬ হাজার ৯৯৯ টাকা।
সূত্র: হিন্দুস্থান টাইমস টেক
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: ফিচার ও স্পেসিফিকেশনের বিচারে এগিয়ে কে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।