সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) থেকে তিন নারীসহ পাঁচ দালালকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার মানিকগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতাল গেইট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে পাপ্পু (৩৫), পশ্চিম সেওতা এলাকার হযরত আলী ছেলে ফারুক (৩৮), সাটুরিয়া থানার পশ্চিম চর তিল্লী এলাকার জহির আলীর মেয়ে বিউটি বেগম (৫০), ঘিওর উপজেলার হিজুলিয়া এলাকার মৃত মনোয়ার হোসেনর স্ত্রী সেলিনা বেগম (৪২) ও সদর উপজেলার মেঘ শিমুল এলাকার মনির মিয়ার স্ত্রী মোছা শিলা আক্তার (২৫)।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃত দাললরা দীর্ঘ দিন ধরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তার নাই বলিয়া এবং হাসপাতালে বিভিন্ন ধরনের সমস্যা আছে বলিয়া রোগীদের তাদের নিজস্ব হাসপাতালে পাঠায়। সাধারণ রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিয়ে চিকিৎসার নামে রোগীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলো।তাদের এমন অপকর্মে সদর হাসপাতালের নিরাপত্তা কর্মীরা বাধা দিলে দালালরা তাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজসহ বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করতো।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুর ১২ টার দিকে রোগী ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে দালাল চক্রটি হাসপাতালের নিরাপত্তা কর্মীদের দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। এরপর গত ২৪ এপ্রিল সদর হাসপাতালের নিরাপত্তা কর্মী মো: দুলাল হোসেন মানিকগঞ্জ সদর থানায় ১৫ জন দালালের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হাবিল হোসেন বলেন, মানিকগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে তিন নারীসহ পাঁচজন দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য দালাল বা আসামীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।