বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকা ডাটা সেন্টারগুলোয় ৫ কোটি ১০ লাখের বেশি সাইবার হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ৪০ হাজার আলাদা আইপি ঠিকানা থেকে এসব হামলা পরিচালনা করা হয়েছে। খবর আইএএনএস।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৬ হাজার ১৬৬টি ইউজারনেম এবং ৮০ হাজার ২৮২টি পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে হ্যাকাররা নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা চালিয়েছে।
অটোবোট ইনফোসেকের সঙ্গে দি ইনস্টিটিউশন অব ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারস (আইইটিই) ও সাইবারপিস ফাউন্ডেশন (সিপিএফ) গবেষণাটি পরিচালনা করে। সেখানে বলা হয়, আক্রমণকারীরা বেশ কয়েকটি টার্মিনাল কমান্ড চালানোর এবং ডাটা সেন্টারের সিস্টেমে ক্ষতিকর প্লেলোড ডাউনলোড করারও চেষ্টা করেছে। ঝুঁকি সৃষ্টিকারী বিষয়গুলোর আচরণগত কৌশল নিয়ন্ত্রণ ও পরীক্ষার জন্য গবেষণা প্রতিষ্ঠানগুলো একত্রে ঝুঁকি নির্ধারণকারী সেন্সর নেটওয়ার্ক স্থাপন করে গবেষণাটি পরিচালনা করেছে।
গবেষকদের তথ্যানুযায়ী, মোটের ওপর ১ লাখ ৩১ হাজার ৩৮৮টি আলাদা আলাদা টার্মিনাল কমান্ড সিস্টেমে চালানো হয়েছিল। পাশাপাশি ১ হাজার ২৬২টি ভিন্ন রকম প্লেলোড চিহ্নিত করা হয়েছে, যেগুলো ওই পরিবেশে প্রবেশ করানো হয়েছে। এসব প্লেলোডে বটনেট, ট্রোজানসহ ক্ষতিকর ফাইলের সন্ধান পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।