জুমবাংলা ডেস্ক : খাগড়াছড়ি জেলা শহরের গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পড়ুয়া পাঁচ শিক্ষাথী ও একজন টমটম চালকের পাঁচ দিনেরও হদিস মেলেনি। তবে তাদের উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।
ওসি আব্দুল বাতেন মৃধা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালক অপহরণের খবর পাওয়ার পর থেকে তাদের উদ্ধারের জন্য পুলিশ ও সেনা সদস্যরা অভিযানে নেমেছে। শুক্রবার (১৮ এপ্রিল) খাগড়াছড়ির সদরের পানখাইয়া পাড়া, মধুপুর, নোয়াপাড়া, তেঁতুলতলা, খবং পড়িয়াসহ বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালানো হয়। পরের দিন খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ভাইবোন ছড়া এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। আর আজ রবিবারও (২০ এপ্রিল) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাদের উদ্ধার করতে না পারা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি।
তবে অপহরণের বিষয় নিয়ে অভিভাবকেরা থানায় অভিযোগ করেননি বলে জানান তিনি। ওসি জানান, অপহৃতরা কেউ খাগড়াছড়ির বাসিন্দা নয়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। একইসঙ্গে তাদের বহনকারী গাড়ির চালককেও অপহরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ছাত্র সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চবি ইউনিট বুধবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ-প্রসীত) অপহরণের জন্য দায়ী করেছে।
পিসিপি চবি ইউনিটের প্রচার সম্পাদক রিবেক চাকমা স্বাক্ষরিত ওই বিবৃতিতে অপহৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করে বলা হয়েছে, বিজু উৎসব উপলক্ষে পাঁচ শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে রাঙামাটির বাঘাইছড়িতে বেড়াতে যান। উৎসব শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার উদ্দেশে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে পৌঁছান।
চট্টগ্রামগামী বাস না পাওয়ায় কুকিছড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাত কাটান তারা। বুধবার (১৬ এপ্রিল) সকালে অটোরিকশায় করে শহরে ফেরার পথে গিরিফুল এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের অটোরিকশাসহ অপহরণ করে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।