সুয়েব রানা, সিলেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট জৈন্তাপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলার দরবস্তস্থ মা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে উপজেলা ও কলেজ পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস ও ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি এম জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মুমিনুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হক মুহিব, জেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর বখত চৌধুরী সুহেব, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব, আলতাফ হোসেন বেলাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দিপু, দেলোয়ার চৌধুরী, জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সেলিম আহমদ, ফারুক আহমদ, আজমল হোসেন, আলী হায়দার সায়মন, নাসির উদ্দিন, হুমায়ুন কবির খান, জামিল আহমদ, আব্দুর রউফ দুলাল, নাজমুল হক ইয়াজুল, জাহাঙ্গীর আলম লিটন।
এছাড়াও স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জৈন্তাপুর উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, নুমান আহমদ, বিলাল আহমদ রুবেল, ছালেহ আহমদ, নাছির আহমদ, সদস্য সুজন আহমদ, কবির আহমদ, জুয়েল আহমদ, শাকিল আহমদ, নাজমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইসলাম খান, জামাল উদ্দিন, মুহিবুল, আব্দুল নাসির, উমর ফারুক, আল-আমীন, শামীম, সেলিম, আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কৃষকদলের পক্ষে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আল মামুন, সম্মানিত সদস্য মোঃ আব্দুস শুকুর, মোঃ আলমগীর হোসেন (সাবেক চেয়ারম্যান), মোঃ জয়নাল আবেদীন মেম্বার, মোঃ সমছুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মছব্বির, তাজরুল ইসলাম তাজুল, মোঃ আব্দুর রহমান, মোঃ জমির উদ্দিন, মোঃ তাজ উদ্দিন, মোঃ সুরুজ মিয়া, মোঃ তাজুল ইসলাম তাজু, হাজী আব্দুল করিম, মোঃ সমছুর উদ্দিন।
উপজেলা ছাত্রদল সভাপতি শাওনসহ উপজেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ও কলেজ ছাত্র দলের আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। আলমাস আহমেদ সভাপতি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর উপজেলা।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।