লাইফস্টাইল ডেস্ক : বিয়ের পর একে অপরকে ভালো করে চেনা,ভালোবাসা এইসবের অভাব হয়না।কিন্তু কিছুদিন হয়ে গেলে যেন সম্পর্কের একঘেয়ে হয়ে যায়।এতে দাম্পত্য সম্পর্ক তার নিজস্ব সৌন্দর্য হারায়। তাই জেনে নিন একঘেয়ে হয়ে উঠলে দাম্পত্য জীবন সুন্দর করার ৫টি সহজ উপায়-
১-তার জন্য সাজুন
ভালোবাসার মানুষটির কাছে নিজেকে সুন্দর করে তুলতে নিজের যত্ন নিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সে কি ভালো বসে সেটি করুন।এভাবে নিজেকে সাজিয়ে রাখলে সঙ্গী আপনার প্রতি আকর্ষণ অনুভব করবেনই।
২-শুধু দুজন মাইল বেরিয়ে আসুন
দাম্পত্য জীবনটিকে আবার সুন্দর করে গড়ে তুলতে ভালোবাসার মানুষটিকে নিয়ে পছন্দের কোনো এক জায়গা থেকে ঘুরে আসুন।যেমন অনেকটা হানিমুনের মতন।দেখবেন এতে সম্পর্ক আরো গভীর হবে।
৩-একান্ত কিছু সময় থাকুক
সঙ্গীর জন্য নির্দিষ্ট কিছু সময় রাখুন। এছাড়া ঘরের নানা কাজে একে অন্যকে সাহায্য করুন। মন খুলে গল্প করুন তার সঙ্গে।
৪-চমক থাকুক উপহারে
তার পছন্দের কোনো জিনিস উপহার দিন। উপলক্ষ ছাড়াই এমন ছোটখাট উপহার দিয়ে তাকে মুগ্ধ করতে পারেন। এতে করে সম্পর্কে পুরনো টানটা ফিরে আসবে।
তবে কী এবার যশ-নুসরাতের সংসারে বাজছে অশান্তির সুর? নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
৫-যৌন জীবনে মনোযোগী হন
একটি দাম্পত্য সম্পর্ক ধরে রাখতে চাইলে যৌন জীবনে মনযোগী হওয়া জরুরি। দাম্পত্য সম্পর্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই যৌন জীবনের প্রতি গুরুত্ব দেন না। কিন্তু সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে ও দুজনের প্রতি দুজনের আকর্ষণ বজায় রাখার জন্য সুখী যৌন জীবন অত্যন্ত জরুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।