বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দ্রুতগতির মোটরসাইকেলের প্রতি তরুণদের চাহিদা সবচেয়ে বেশি। এজন্য বাজারে আসছে অধিক সিসির বাইক। বাইক-প্রেমীদের কাছে বরাবরই পছন্দের হাই-স্পিড স্পোর্টস বাইক। এই ধরনের শৌখিন মোটরসাইকেলের প্রতি আলাদাই টান তরুণ প্রজন্মের। জানুন দ্রতগতির পাঁচটি মোটরসাইকেল সম্পর্কে।
কাওয়াসাকি নিনজা এইচ২
এই মোটরবাইকে রয়েছে ৯৯৮ সিসি ইঞ্জিন, জাপানের জায়েন্ট টু হুইলার প্রস্তুতকারক কাওয়াসাকি। তাদের জনপ্রিয় একটি মডেল নিনজা এইচ২। যা সর্বোচ্চ ১৯৭ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে, বাইকের টপ স্পিড ৩৩১-৪০০ কিমি প্রতি ঘণ্টা।
বিএমডব্লিউ এস ১০০০ আর
এই মডেলে রয়েছে ৯৯৯ সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে এতে। যা থেকে সর্বোচ্চ ১৯৩ হর্সপাওয়ার শক্তি তৈরি হয়। চারটি সিলিন্ডার রয়েছে বাইকে। বিশ্বব্যাপী জনপ্রিয় এই মোটরসাইকেলের টপ স্পিড ৩০০ কিমি প্রতি ঘণ্টা।
ডুকাতি পেনিগেল ভি৪
ডুকাটির দুরন্ত সুপারবাইক পেনিগেল ভি৪। এতে ১১০৩ সিসি ইঞ্জিন মিলবে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২১১ হর্সপাওয়ার শক্তি তৈরি হয়। সুপার বাইকের টপ স্পিড ৩০০ কিমি প্রতি ঘণ্টা। ভারতে
ডুকাতি সুপারলেগার ভি৪
৯৯৮ সিসির লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে এই সুপার বাইকে। যারা গতি পছন্দ করেন তাদের কাছে এই বাইক দারুণ একটি নিদর্শন। সর্বোচ্চ ২৯৯ কিমি প্রতি ঘণ্টা গতিতে দৌড়তে পারে এই মেশিন। সর্বোচ্চ ২৩৪ হর্সপাওয়ার তৈরি করতে পারে এই মোটরসাইকেল।
কাওয়াসাকি নিনজা জেডএক্স-১০আর
কাওয়াসাকির আরও এক দুর্ধর্ষ মোটরসাইকেল। যার সর্বোচ্চ গতি ২৯৯ কিমি প্রতি ঘণ্টা। এই বাইকে মিলবে ৯৯৮ সিসি ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ ২০০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।