জুমবাংলা ডেস্ক : একটি বিশালাকার বার্মিজ় অজগর গিলে ফেলেছিল একটি ৫ ফুটের অ্যালিগেটরকে। গিলে তো ফেলেছিল ঠিকই। কিন্তু সাপটি শেষমেশ ওই কুমিরটিকে হজম করতে পারেনি। তার মূল্যও চোকাতে হয়েছে সাপটিকে।
বার্মিজ় পাইথন হল অজগর সাপেদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির। এই ধরনের সাপগুলি ২৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এখন বুঝতেই পারছেন, আপনাকে গিলে খেয়ে নেওয়ার মতো সমস্ত ক্ষমতাই রয়েছে এই সাপের মধ্যে।
কিন্তু তারপর সেই সাপের যে কী অবস্থা হতে পারে, তা সত্যিই আন্দাজ করা দুষ্কর। সেরকমই একটি বিশালাকার বার্মিজ় অজগর গিলে ফেলেছিল একটি ৫ ফুটের অ্যালিগেটরকে। গিলে তো ফেলেছিল ঠিকই। কিন্তু সাপটি শেষমেশ ওই কুমিরটিকে হজম করতে পারেনি। তার মূল্যও চোকাতে হয়েছে সাপটিকে।
টুইটারে TerrifyingNatur নামক একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “18 ফুটের বার্মিজ় পাইথনের শরীরে 5 ফুটের অ্যালিগেটর পাওয়া গিয়েছে।” ভিডিওতে দেখা গিয়েছে, ওই সাপটিকে কাটা হয়েছে এবং তার শরীরের ভিতর থেকে অ্যালিগেটরটিকে বের করা হয়েছে।
5-foot alligator found in the body of an 18-foot Burmese python. pic.twitter.com/xunFsMxAJq
— Terrifying Nature (@TerrifyingNatur) May 5, 2023
গত ৫ মে ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই তার ভিউ ৫০ লাখ ছাপিয়ে গিয়েছে। অনেকেই এই ভিডিওতে কিছু কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, কুমিরটা যখন মরেই গিয়েছে, তখন আবার সাপটাকে ছেদ করা হল কেন?”
আর একজন যোগ করলেন, “সাপ তা সে যত বড়ই হোক না কেন, কুমির হজম করা তাদের পক্ষে কঠিন হতে পারে।” তৃতীয় জনের বক্তব্য, “সাপটিও কি মরে গিয়েছিল? নাকি তাকে কেটে ফেলা হল?”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।