বিনোদন ডেস্ক : ৫৯ বছর পূর্ণ করে শনিবার (২ নভেম্বর) ষাটে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। এই বয়সে এসেও শাহরুখ আগের চেয়ে আরো বেশী পরিপক্ক। রোমান্টিক নায়কের খেতাব নামের সঙ্গে লেপ্টে আছে। তা থাকা সত্বেও গেল বছর পাঠান কিংবা জওয়ানের মতো তুমুল অ্যাকশান ধাঁচের সিনেমা করে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন।
সম্প্রতি বিশ্বখ্যাত লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাকে বিশ্বদর্শকের সাথে ‘জীবন্ত কিংবদন্তী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।
শাহরুখ সম্পর্কে বলা হয়েছে এভাবে, ‘শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তীকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্ন পূরণ! ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। শাহরুখ খান এমন একজন রাজা যিনি তাকে মুকুট তুলে দেওয়া দর্শকদের কাছ থেকে কখনোই হারাননি। এই সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক এবং বিশ্বজুড়ে তার ভক্তরা তার চলচ্চিত্রগুলি থেকে যা আশা করেন, তাদের আস্থা তিনি পূরণ করেন। তিনি একজন সত্যিকারের ‘পিপলস হিরো’, পরিশীলিত এবং ডাউন টু আর্থ। শাহরুখ খান আমাদের সময়ের কিংবদন্তী।’
ক্যারিয়ারে বীরজারা, স্বদেশ, দিল সে কিংবা দেবদাস-এর মতো ছবি যেমন করেছেন, তেমনি করেছেন কাল হো না হো, চালতে চালতে, কাভি খুশি কাভি গম, কুচ কুচ হোতা হ্যায় কিংবা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ছবিও। কিন্তু এগুলোর মধ্যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনগুলো সফল?
বক্স অফিসে রেকর্ড করা শীর্ষ ৫ ছবি নিয়েই এই ফিচার-
জওয়ান
ব্যবসায়িক দিক বিবেচনায় শাহরুখের ক্যারিয়ারে অন্যতম সফল ছবি ‘জওয়ান’। এই ছবিটির মাধ্যমেই বক্স অফিসে দ্বিতীয়বারের মতো হাজার কোটির মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘জওয়ান’ এর বিশ্বব্যাপী বক্স অফিস সংগ্রহ ১১১৭.৩৯ কোটি রুপি। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গেছে দীপিকা পাডুকোন ও নয়নতারাকে।
পাঠান
‘জওয়ান’-এর পরেই ব্যবসায়িক দিক বিবেচনায় শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘পাঠান’। এই ছবির মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার হাজার কোটির মাইলফলক স্পর্শ করে রেকর্ড করেন বলিউড বাদশা। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১০৩৮ কোটি রুপি। এরমধ্যে শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ৫৪৩ কোটি রুপি। এই ছবিতেও শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।
চেন্নাই এক্সপ্রেস
২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম সফল ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’। প্রায় এক যুগ আগে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী আয় করে ৪২৩ কোটি রুপি! এরমধ্যে শুধু ভারতেই আয় করে ২২৭ কোটি রুপি। এই ছবিতেও শাহরুখের বিপরীতে দেখা গেছে দীপিকা পাডুকোনকে।
হ্যাপি নিউ ইয়ার
২০১৪ সালে মুক্তি পাওয়া শাহরুখ-দীপিকা অভিনীত বহুল আলোচিত ছবি ‘হ্যাপি নিউ ইয়ার”। বক্স অফিসে তোলপাড় ফেলে দেয়া ছবিটি সেই সময়ে বিশ্বব্যাপী আয় করে ৪০৮ কোটি রুপি।
দিলওয়ালে
শাহরুখ অভিনীত সবচেয়ে বেশী আয় করা শীর্ষ পাঁচ ছবির শেষটি ‘দিলওয়ালে’। বাকি চারটিতেই শাহরুখের বিপরীতে দীপিকাকে দেখা গেলেও এটাই ব্যতিক্রম, ২০১৫ সালে মুক্তি পাওয়া রোহিত শেঠির রোমান্টিক কমেডি ‘দিলওয়ালে’-তে শাহরুখের বিপরীতে দেখা গেছে কাজলকে। ছবিটি শুধু ভারতেই আয় করে ১৪৮ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।