জুমবাংলা ডেস্ক : আমিনবাজার থেকে আগারগাঁও ২৩০ কেভি (কিলোওয়াট ভোল্ট) সঞ্চালন লাইনে জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকাল শুক্রবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরে বাংলা নগর, বিজয় সরণীসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
আজ বৃহস্পতিবার রাতে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকা, অর্থাৎ ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণী প্রভৃতি এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৫ টা ৫০ মিনিটে আমিনবাজার থেকে আগারগাঁও ২৩০ কেভি গ্রিড লাইন বিকল হওয়ায় প্রায় পাঁচ ঘন্টা রাজধানীর বেশ কিছু এলাকা বিদু্ৎহীন ছিল। আবাসিক এলাকার লোকজন ভোরেই বিদ্যুতের ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কিছু এলাকায় বাসা-বাড়িতে পানির সংকটও দেখা দিয়েছিল।
অসাধারন এক্সপ্রেশনের সঙ্গে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী
পিজিসিবি সূত্র বলছে, গ্রিড বিকল হওয়ায় গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও মিরপুরসহ ঢাকার পশ্চিমাঞ্চলের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সকাল ১০টা ৩৮ মিনিটের সময় সঞ্চালন লাইনটি ঠিক করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।