বিনোদন ডেস্ক : রুপলী পর্দার পিছনের দৃশ্যগুলো সবসময় অধরাই থেকে যায়। সম্পর্কের টানাপড়েন, কাজের চাপ থেকে শুরু করে নানারকম সমস্যা, যা শুধু ক্যামেরার পেছনেই ঘটে চলেছে। ফলে মানসিক অবসাদ, আত্মহত্যার মতো ঘটনা দেখেছে বলিউড। এমনই কিছু তারকাদের মৃত্যুর ধাঁধা যা আজও অমীমাংসিত।
সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) :
১৪ জুন ২০২০তারিখে বান্দ্রার একটি ফ্ল্যাটে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সুশান্তের বাবা তার গার্লফ্রেন্ড রিয়ার বিরুদ্ধে মামলাও করেন। যদিও পরে আদালত রিয়াকে জামিন দেয়। সুশান্ত কেন আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
জিয়া খান (Jiah Khan) :
২০১৩ সালের ৩ জুন জুহুর ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন তিনি। অভিযোগ উঠেছিল তার বয়ফ্রেন্ড সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে। জিয়া যখন আত্মহত্যা করেন, তখন তিনি অন্তঃসত্ত্বাও ছিলেন। জিয়ার মা দাবি করেন যে, পরিস্থিতির চাপে পড়ে জিয়া বাধ্য হয়েছিলেন এমন একটা চরম সিদ্ধান্ত নিতে। জিয়ার ঘর থেকে উদ্ধার হয়েছিল সুইসাইড নোট।
পারভিন ববি (Parveen Bobby) :
৮০ দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী পারভিন ববির মদ্যপান, সম্পর্কে ভাঙন তাকে মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়। একদিন হটাৎ তার ফ্ল্যাটের দরজার সামনে দিনের পর দিন খবরের কাগজ আর দুধের প্যাকেট জমতে দেখে প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। সেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পারভিনের মৃতদেহ।
দিব্যা ভারতী (Divya Bharti) :
দিব্যা বিয়ে করেছিলেন বিখ্যাত প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাকে। একদিন তাদের ফ্ল্যাটে কিছু বন্ধুবান্ধব নিয়ে চলছিল রাত-পার্টি। এমন সময়ে আকস্মিকভাবে বাড়ির ব্যালকনি থেকে পড়ে মারা যান দিব্যা। তবে এত বছর পেরিয়ে গেলেও এই মৃত্যুর রহস্য রহস্যই থেকে গেছে।
শ্রীদেবী (Sridevi) :
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। দুবাইয়ের এক হোটেলের বাথটব থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। পোস্টমর্টেম রিপোর্টে অনুসারে, জলে ডুবে মৃত্যু হয় তার। কিন্তু একটাই প্রশ্ন উঠেছিল, বাথটবের জলে কেউ কীভাবে মারা যেতে পারেন। এই রহস্যও উদঘাটন করা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।