সোহাগ হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কে দূরপাল্লার গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাচঁ সদস্য আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের পরিবারে জিম্মায় মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (৩০ই মার্চ) রাত আটটার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল।
আটক হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ফজলে রাব্বি, আসাদুজ্জামান টুটুল, আকাইদ হোসেন, রাকিব, তানজিন ইসলাম।
পুলিশ জানায়, সন্ধ্যায় পর থেকে বাইপাইল বাসস্ট্যান্ড গাড়ির চাপ বেশি হয়। এসময় কিছু ছেলে নিজেদের ভলেন্টিয়ার পরিচয় দিয়ে সবার সাথে যানজট নিরসনে কাজ করছিলেন। সেসময় কয়েকজন বাসের সুপারভাইজার থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করছিলেন। পরে তাদের যৌথবাহিনী আটক করে পুলিশ হেফাজতে দিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহ সংগঠক আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলাম। কিন্ত ওদের পাঁচজনকে আটক করে যৌথবাহিনী ও ট্রাফিক পুলিশ। পরে অনুরোধ করা হলে তারা পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আবিদ প্রধান বলেন, আমরা গাড়ি রাস্তা থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্ত ছাত্ররা গাড়ি গুলো সড়ক আটকে থামিয়ে রাখে। বাস থেকে টাকা আদায় করছিলেন। পরে আমাদের স্যার বিষয়টি দেখেন। আসলে তাদের নিয়ে কথা বলতে সমস্যা। বুঝেন তো চাকরী করি।
আরও পড়ুন : ঈদ সামনে রেখে বাড়ছে মুরগির দাম
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এ বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।