৫ মিনিটের মধ্যে মোবাইল চার্জ করতে চাইলে যা করবেন

মোবাইল চার্জ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যস্ত শহরে সময় কীভাবে চলে যায়, তা টেরই পাওয়া যায় না। তবে ব্যস্ত সময় যতই পার করুন না কেন, মোবাইল ছাড়া এক মিনিটও চলার উপায় নেই। কিন্তু ভুলোমনের কারণে অনেকেই সব সময়ের এ সঙ্গীটিকে চার্জ দিতে প্রায়ই ভুলে যান। কী তাই না?

মোবাইল চার্জ

এই ভুলো মনের কারণে অনেক সময় মোবাইল ঠিকমতো চার্জ না দেয়া হয় না। এর ফলে সাময়িক সময়ের জন্য ফোন ডেথ তো হয়ই, দীর্ঘমেয়াদে দেখা যায় ফোনের ব্যাটারি ডাউনসহ নানান জটিলতায় আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আর ব্যবহারের যোগ্য থাকে না।

এমন ফোনের হাজারো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে ফোন সঠিক সময় চার্জ করে রাখাটা জরুরি। কিন্তু ফোন চার্জ হতে বেশ সময় নেয়। সময় স্বল্পতার কারণে তাই ঠিকমতো চার্জও দিতে পারে না কেউ কেউ। এসব সমস্যার কিন্তু একটি সমাধান আছে। আর তা হলো আপনার মোবাইল ফোনটিকে যদি ৫ মিনিটে চার্জ করা যায়। অল্প সময়ের মধ্যে ১০০% চার্জ দিলেই আর চিন্তা নেই।

কিন্তু অনেকেই জানেন না, কম সময়ে কীভাবে মোবাইল চার্জ করার উপায়। তাই আজকের আয়োজনে থাকছে চটজলদি মোবাইল চার্জ করার ৫ কৌশল।

১) মোবাইল চার্জ দিতে যাওয়ার আগে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চালু থাকলে তা ডিলেট করে নিন। অন্য যে কোনো একটি থাকলে তা ক্লিয়ার অপশনে দিয়ে তারপর মোবাইল চার্জে দিন।

২) মোবাইলের ব্রাইটনেস বাড়ানো থাকলে তা এখনই কমিয়ে আনুন। এর ফলে চোখের সমস্যা বা মাথা ব্যথাই শুধু হয় না, ফোন চার্জ নিতেও দেরি করে। চার্জের পর ব্যাটারিতে দীর্ঘ সময় চার্জ সুরক্ষিতও থাকে না এই বেশি ব্রাইটনেসের কারণে।

৩) মোবাইল চার্জ দিয়ে মেসেজ, কাউকে কল বা ফেসবুক স্ক্রল করতে থাকার অভ্যাস বদলান। দ্রুত চার্জ করতে হলে চার্জ দেওয়ার পর ফোন আর ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।

৪) ফোন কখনও ঘন ঘন চার্জ দিবেন না। চার্জ ১৫ থেকে ৩০% এর মতো থাকলেই একবারে ফুল চার্জ করে নিন। শতভাগ চার্জ না করে ফোন ব্যবহার করলে সে চার্জ দ্রুত যেমন ফুরিয়ে যায়। তেমনি ফোনে চার্জ নিতেও বেশি সময় নেয়।

৫) চার্জ দেওয়ার সময় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখুন। দ্রুত চার্জ করতে হলে এই কৌশল ভুলে গেলে একদমই চলবে না। কারণ ইন্টারনেট চালু থাকলে মোবাইল ধীরগতিতে চার্জ হয়।

শাকিব ও জোভানকে নিয়ে মুখ খুলবেন পূজা

৬) মোবাইল ফোনের ফ্লাইট মোড অন রেখে ফোন চার্জ করুন। এতে চটজলদি চার্জ হয়। তবে সবচেয়ে দ্রুত চার্জ করার উপায় ফোন পুরো বন্ধ করে চার্জ দেওয়া ভালো।